Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rain Forecast: কবে থেকে কমবে বৃষ্টির দাপট? কী বলছে আবহাওয়া দফতর?

Rain Forecast: বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানে বিশেষ করে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে এই জেলাগুলি ছাড়াও বাকি জেলাগুলিতে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। দমকা হাওয়ার গতিবেগ থাকতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটারের মধ্যে।

Rain Forecast: কবে থেকে কমবে বৃষ্টির দাপট? কী বলছে আবহাওয়া দফতর?
Women hold umbrellas as they walk on the street during heavy rain in Kolkata, India, on October 16, 2024. (Photo by Sudipta Das/NurPhoto via Getty Images)Image Credit source: Getty Images
Follow Us:
| Edited By: | Updated on: Mar 21, 2025 | 8:29 PM

কলকাতা: হাওয়া খারাপ! আগেই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। বৃহস্পতিবার রাতেও বৃষ্টির ছবি দেখা গিয়েছে পশ্চিমের জেলাগুলিতে। ভিজেছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলি। আগামী ২৪ ঘণ্টাতেও দেখা যাবে একই ছবি। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বেশি প্রভাব পড়তে পারে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া,পূর্ব বর্ধমান, হাওড়া এবং হুগলির মতো জেলাগুলিতে। কোথাও কোথাও ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। কোথাও আবার শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। 

বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানে বিশেষ করে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে এই জেলাগুলি ছাড়াও বাকি জেলাগুলিতে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। দমকা হাওয়ার গতিবেগ থাকতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটারের মধ্যে। তবে কলকাতায় ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ৪০ কিলোমিটারের মধ্যে। শিলাবৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কিছু জেলাতেও। তালিকায় মালদহ, দুই দিনাজপুর, কালিম্পং। 

দমকা হাওয়ার কারণে মৎসজীবীদের সমুদ্রে নামায় ইতিমধ্যেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। আবহাওয়া দফতর বলছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। পাশাপাশি রয়েছে পশ্চিমী ঝঞ্জা। দুইয়ের জোড়া ফলায় বৃষ্টি বেড়েছে বঙ্গে। বৃষ্টির ফলে গোটা দক্ষিণবঙ্গেই তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। ২৪ তারিখ থেকে ধীরে ধীরে কমবে বৃষ্টির দাপট।