SSC Recruitment Result: পুজোর পরেই রেজাল্ট, তারপর কবে ইন্টারভিউ? সব জানাল SSC

Bratya Basu: প্রসঙ্গত, দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্ট ২০১৬ সালের নিয়োগের পুরো প্যানেল বাতিল করে দিয়েছিল। সেই মামলা সুপ্রিম কোর্টে যায়। সেখানেও হাইকোর্টের নির্দেশ বহাল রাখে শীর্ষ আদালত। নতুন করে ফের পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয় কোর্ট। পাশাপাশি পুরো প্রক্রিয়া ডিসেম্বরের মধ্যে শেষ করতেও বলা হয় আদালতের তরফে।

SSC Recruitment Result: পুজোর পরেই রেজাল্ট, তারপর কবে ইন্টারভিউ? সব জানাল SSC
রেজাল্ট কবেImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 14, 2025 | 3:54 PM

কলকাতা: নবম-দশম ও একাদশ-দ্বাদশের এসএসসি (SSC) পরীক্ষা শেষ হয়েছে। আর সেই পরীক্ষা শেষ হতেই বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। বৈঠকে তাঁরা জানান, পরীক্ষার ফলাফল কবে প্রকাশ পাবে।

কমিশন সূত্রে খবর, আগামী পরশুদিন (মঙ্গলবার) মডেল উত্তরপত্র এসএসসি (SSC)-র ওয়েবসাইটে দেখা যাবে। এরপর ২০ সেপ্টেম্বরের মধ্যে একাদশ-দ্বাদশের মডেল উত্তর আপলোড হয়ে যাবে। পুজোর পর প্রকাশ হবে ফল। তারপর প্রকাশ পাবে ইন্টারভিউর তালিকা। ২০১৬ সালে যে সকল শিক্ষক ছিলেন, তাঁদের অভিজ্ঞতার দাম দেওয়া হবে। সেটা সংযোগ করে তৈরি হবে লিস্ট। আর ইন্টারভিউ লিস্ট পুজোর পর অর্থাৎ নভেম্বর মাসের আগেই প্রকাশ হবে। তারপর নভেম্বর মাস থেকে শুরু হবে ইন্টারভিউ পর্ব। এই ইন্টারভিউ পর্ব বেশ কিছুদিন চলবে। পরবর্তীতে ৩১ শে ডিসেম্বরের মধ্যে তাঁদের নিয়োগ হয়ে যাবে। অর্থাৎ ১ জনুয়ারি থেকে নতুন সেশন শুরু হবে। সেই নতুন পর্বে কিন্তু যোগ্য শিক্ষকরা পড়াতে যাবেন স্কুলে।

প্রসঙ্গত, দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্ট ২০১৬ সালের নিয়োগের পুরো প্যানেল বাতিল করে দিয়েছিল। সেই মামলা সুপ্রিম কোর্টে যায়। সেখানেও হাইকোর্টের নির্দেশ বহাল রাখে শীর্ষ আদালত। নতুন করে ফের পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয় কোর্ট। পাশাপাশি পুরো প্রক্রিয়া ডিসেম্বরের মধ্যে শেষ করতেও বলা হয় আদালতের তরফে। সেই নিয়ম মেনেই শুরু হয় পরীক্ষা। গত সপ্তাহের রবিবারের পর এই সপ্তাহেও ছিল এসএসসি পরীক্ষা। সেই পরীক্ষারই ফলাফল কবে তা জানাল কমিশন।