Abhishek Banerjee: ‘বিজেপি নেতা দেখলেই জয় বাংলা বলবেন’, দলের বড় বৈঠকে বললেন অভিষেক

Abhishek Banerjee: বিজেপির বিরুদ্ধে সুর আরও চড়িয়ে দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, “বিজেপি শাসিত রাজ্যে ব্রিজ ভেঙে পড়ছে। শুনেছেন কোনও বিজেপি নেতার বাড়ি ভেঙেছে? মানুষকে বোঝাতে হবে বিজেপি আপনার ভোট কাড়তে চায়। এনআরসি, SIR নিয়ে প্রচার করুন।”

Abhishek Banerjee: ‘বিজেপি নেতা দেখলেই জয় বাংলা বলবেন’, দলের বড় বৈঠকে বললেন অভিষেক
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়

| Edited By: জয়দীপ দাস

Aug 05, 2025 | 7:02 PM

কলকাতা: বিজেপি নেতা দেখলেই জয় বাংলা বলবেন। ভার্চুয়াল বৈঠকে বিজেপির তুলোধনা করতে গিয়ে দলীয় নেতা-কর্মীদের স্পষ্ট বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটমুখী বাংলায় ১০ হাজারের কাছাকাছি নেতা-কর্মীদের করে ফেললেন ভার্চুয়াল বৈঠক। হাজির সাংসদ থেকে বিধায়ক, সকলেই। সেখানেই অভিষেকের সাফ কথা, এক ছটাক জমিও আমরা বিজেপিকে ছাড়ব না। 

কয়েকদিন আগেই হুগলির পুরশুড়ায় গিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু। তাঁকে দেখেই উঠেছিল জয় বাংলা স্লোগান। তা দেখেই গাড়ি থেকে নেমে পাল্টা জয় শ্রী রাম স্লোগান দিতে দেখা যায় শুভেন্দুকে। সূত্রের খবর, এদিন ভার্চুয়াল বৈঠকে শুভেন্দুকেও কটাক্ষ করেন অভিষেক। বলেন, “দেখলাম একজনকে জয় বাংলা বলতেই ক্ষেপে গেল।” 

এখানেই শেষ নয়, বিজেপির বিরুদ্ধে সুর আরও চড়িয়ে দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, “বিজেপিশাসিত রাজ্যে ব্রিজ ভেঙে পড়ছে। শুনেছেন কোনও বিজেপি নেতার বাড়ি ভেঙেছে? মানুষকে বোঝাতে হবে বিজেপি আপনার ভোট কাড়তে চায়। এনআরসি, SIR নিয়ে প্রচার করুন। বোঝান বাড়ি দিলে রাজ্য সরকার দেবে। আমরা তো বিজেপিকে এ রাজ্যে কমিয়েছি। কেন আমরা ৭৭ থেকে ওদের ৪০-এ নামিয়ে আনতে পারব না?” রীতিমতো ভোটের প্রচারের সুর বেঁধেও দেন। গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে দেন বার্তা। বলেন, “৮০ হাজার বুথে আগামী দুই মাসের মধ্যে দুটো করে সভা করুন। দলের ঊর্ধ্বে কেউ না। একত্রিত হয়ে লড়াই করুন। দলে কোনও আমি তুমি চলবে না। যদি কেউ আমি-তুমির রাজনীতি কর, পরিণতি খুব খারাপ হবে। দল যাকে দায়িত্ব দেবে, পছন্দ না হলেও কাজ করতে হবে তার সঙ্গে।”