Monsoon in Bengal: দৌড়ে আসছে বর্ষা! বাংলা থেকে কতদূরে?
Monsoon in Bengal: হাওয়া অফিস বলছে, নির্ধারিত দিনের পাঁচদিন আগেই মৌসুমী বায়ু ঢুকেছে নিকোবরে। ১৩ মে নিকোবর দ্বীপপুঞ্জের সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে ঢুকে পড়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু।

কলকাতা: কখনও মেঘ, আবার কখনও রোদের দেখা। বিগত কয়েকদিন ধরে এমনই মেঘ-রোদের লুকোচুরি চলছে গোটা বাংলায়। একদিকে তাপপ্রবাহ, অন্যদিকে বজ্রপাত-প্রবল দুর্যোগে মানুষের মৃত্যু। সবই দেখছে বঙ্গবাসী। কখনও তাপমাত্রার পারাপতন, আবার কখনও চড়ছে গ্রাফ, এই চলছে গত কয়েকদিন ধরে। কিন্তু, বর্ষা কবে আসবে? কী বলছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আন্দামান-নিকোবরে দীপপুঞ্জে ইতিমধ্যেই পা রেখেছে বর্ষা। মাসের শেষে চলে আসতে পারে ভারতের মূল ভূখণ্ডে। স্বভাবসিদ্ধভঙ্গিতে প্রথম পা রাখতে রাখবে কেরলে। তারপর দেশের বাদ-বাকি অংশে। পুরনো রেকর্ড দেখলে জুনের প্রথম-দ্বিতীয় সপ্তাহের আগে ভারতের মূল ভূখণ্ডে পাকাপাকিভাবে পা রাখে না বর্ষা। বাংলায় ঢুকতে ঢুকতে তারপর আরও এক থেকে দু’সপ্তাহ।
হাওয়া অফিস বলছে, নির্ধারিত দিনের পাঁচদিন আগেই মৌসুমী বায়ু ঢুকেছে নিকোবরে। ১৩ মে নিকোবর দ্বীপপুঞ্জের সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে ঢুকে পড়ল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। পরিস্থিতি অনুকূল আগামী তিন চার দিনের মধ্যে মৌসুমী বায়ু মধ্য বঙ্গোপসাগর আন্দামান দ্বীপপুঞ্জে ঢুকে পড়বে মৌসুমি বায়ু। সেই দিক থেকে দেখলে এবার বর্ষা গুটি গুটি পায়ে নয়, বেশ গতিতেই এগোচ্ছে ভারতের দিকে।
অন্যদিকে এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৮ থেকে ৮৫ শতাংশের মধ্যে। বেলা বাড়লে গরম বাড়বে।বৃহস্পতিবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। সকালে পরিষ্কার আকাশ থাকলেও বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা থাকছে।
