Indranil Sen: ‘আমাকে যদি দায়িত্বে না রাখেন…’, ভোটের আগে বড় কথা বলে দিলেন মন্ত্রী

TMC News: বাম জমানায় তিনি ছিলেন শুধুই গায়ক। তবে সরকারের ঘনিষ্ঠ। রাজ্য়ে পালাবদলের পর ইন্দ্রনীল হয়ে ওঠে তৃণমূলের ঘনিষ্ঠ। পরবর্তীতে লোকসভা ভোটে বহরমপুরে টিকিট পাওয়া। তারপর হেরে যাওয়া। আবার লড়াই চালিয়ে চন্দনগরে জয়। এখন রাজ্যের মন্ত্রী।

Indranil Sen: আমাকে যদি দায়িত্বে না রাখেন..., ভোটের আগে বড় কথা বলে দিলেন মন্ত্রী
কী বার্তা দিলেন তিনি?Image Credit source: নিজস্ব চিত্র

| Edited By: Avra Chattopadhyay

Dec 24, 2025 | 11:32 PM

কলকাতা: ‘আমি যদি থাকি বা না থাকি…’, বুধবার সঙ্গীত মেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকে ইঙ্গিতপূর্ণ বার্তা রাজ্য়ের তথ্য়-সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেনের। তৃণমূলের অন্দরের কথা বলে দিলেন তিনি? দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। তার আগেই এমন ‘থাকা কিংবা না থাকার’ কথা উস্কে দিয়েছে হাজার জল্পনা। তা হলে দলের মধ্যে কি ফের ‘দূরের বলাকা’ হলেন ইন্দ্রনীল?

তাঁর রাজনীতির সূচনা পর্ব তৃণমূল জমানায়, একেবারেই অন্যান্য বেশ কিছু পরিচিত শিল্পীদের মতোই। বাম জমানায় তিনি ছিলেন শুধুই গায়ক। তবে সরকারের ঘনিষ্ঠ। রাজ্য়ে পালাবদলের পর ইন্দ্রনীল হয়ে ওঠে তৃণমূলের ঘনিষ্ঠ। পরবর্তীতে লোকসভা ভোটে বহরমপুরে টিকিট পাওয়া। তারপর হেরে যাওয়া। আবার লড়াই চালিয়ে চন্দনগরে জয়। এখন রাজ্যের মন্ত্রী।

বাংলা যখন আরও একটা বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে, সেই সময় ইন্দ্রনীল বলে উঠলেন, ‘চার-পাঁচ মাস পরেই মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পর যদি আমাকে দায়িত্বে রাখেন, আমি তো করবই। যদি নাও রাখেন, আমি এখন থেকেই অনুরোধ করছি যে এই কার্টেন রেজার অনুষ্ঠান আগামী বছর থেকে যেন অন্য ভাবে হয়। আমি এই দফতরে থাকি বা না থাকি, শিল্পী হিসাবে অবশ্যই থাকব।’

রাজ্য়ের মন্ত্রীর এই মন্তব্য ঘিরে অভ্য়ন্তরেই জমেছে জল্পনা। রাজ্যের পালাবদলের সঙ্গে ‘কাছের’ বলাকায় পরিণত হওয়া ইন্দ্রনীল কি আবার ‘দূরে’ চলে যাচ্ছেন, সেই নিয়েই উঠছে নানা প্রশ্ন। উল্লেখ্য, বুধবার রবীন্দ্র সদন প্রাঙ্গণে সূচনা হল ‘বাংলা সঙ্গীত মেলা’র। আগামিকাল, ২৫ ডিসেম্বর থেকে ১লা জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। শহরের মোট দশটি জায়গা হবে এই বাংলা সঙ্গীত অনুষ্ঠান।