Messi in Kolkata: ‘মেসিকে প্রথম ২৫ কোটি টাকা অগ্রিম কে দিয়েছে?’ বড় ইঙ্গিত শমীকের

BJP on Messi: যুবভারতীতে ভাঙচুরের ঘটনায় গত ৪৮ ঘণ্টায় একের পর এক গ্রেফতারির ঘটনাও সামনে এসেছে। এবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সাংবাদিক বৈঠকে এ নিয়ে সুর চড়াতে দেখা গেল বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে।

Messi in Kolkata: ‘মেসিকে প্রথম ২৫ কোটি টাকা অগ্রিম কে দিয়েছে?’ বড় ইঙ্গিত শমীকের
সুর চড়ালেন শমীক Image Credit source: Social Media

| Edited By: জয়দীপ দাস

Dec 17, 2025 | 1:06 PM

কলকাতা: যুবভারতী-কাণ্ডে মুখ পুড়েছে কলকাতার। চর্চা গোটা দেশ তথা বিশ্বজুড়েই। হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে চলছে তদন্ত। আলাদা করে সিট গঠন করেছে কলকাতা পুলিশ। অন্যদিকে শোকজের মুখে পড়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অরূপ বিশ্বাসকে। অন্যদিকে যুবভারতীতে ভাঙচুরের ঘটনায় গত ৪৮ ঘণ্টায় একের পর এক গ্রেফতারির ঘটনাও সামনে এসেছে। এবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সাংবাদিক বৈঠকে এ নিয়ে সুর চড়াতে দেখা গেল বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে। তা নিয়েও নতুন করে চাপানউতোর তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। সুড় চড়িয়েছেন পুলিশের বিরুদ্ধে, সুড় চড়িয়েছেন অরূপ বিশ্বাসের বিরুদ্ধেও।

সাংবাদিক বৈঠকে পুলিশের বিরুদ্ধে সুর চড়িয়ে শমীক বলেন, “আজকে যে বাচ্চা বাচ্চা ছেলেগুলিকে গ্রেফতার করা হয়েছে। ওরা টাকা দিয়ে টিকিট কিনেছে মানে তাঁরা যোগ্য। তাঁরা সরকারি চাকরি করেন, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন, উচ্চশিক্ষিত ছেলে। আর যাঁর প্রাতিষ্ঠানিক লুঠ করল তাঁরা কোথায়? মেসিকে প্রথম ২৫ কোটি টাকা অগ্রিম কে করেছে? এর মধ্যে গোটা তৃণমূল দল যুক্ত। শুধু একজন ক্রীড়ামন্ত্রীকে অব্যাহতি দিয়ে নাটক করা হচ্ছে। ডিজিকে কে পরিচালনা করে? সরকার।”

অন্যদিকে ধৃতদের আইনি সহায়তা দিতে যে বিজেপি পুরোদমে প্রস্তুত রয়েছে বিজেপি, তাও এদিন সাংবাদিক বৈঠকে জানান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, আমরা দেখছি বিষয়টা। আমাদের আইনজীবীরা আগামীকাল এই মামলায় স্টে চাইবে। একইসঙ্গে তাঁদের মুক্তির কথা বলবে কলকাতা হাইকোর্টে।