
কলকাতা: অযোগ্য শিক্ষক-শিক্ষিকাদের পর এবার অযোগ্য শিক্ষা কর্মীদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। আজ অর্থাৎ সোমবার নতুন করে পরীক্ষার আবেদন বের করে স্কুল সার্ভিস কমিশন। তবে, তার পাশাপাশি কারা-কারা দুর্নীতি করে প্রথমে চাকরি পেয়েছিলেন সেই তালিকাও প্রকাশ করেছে তারা। এসএসসি-র তৈরি অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকায় নাম রয়েছে মোট ৩ হাজার ৫১২ জনের নাম। কারা-কারা রয়েছেন এই তালিকায়? চোখ বুলিয়ে নিন।
আজ যে তালিকা SSC প্রকাশ করেছে তা থেকে জানা যাচ্ছে, ওএমআর (OMR) জালিয়াতি আর সুপারিশপত্র ছাড়া চাকরি পেয়েছেন ২ হাজার৫৯১ জন। র্যাঙ্ক জাম্প ওআউট অব প্যানেল মিলিয়ে আরও ৯২১ জন। গতবার যখন অযোগ্য শিক্ষকদের নামের তালিকা প্রকাশ্যে আসার পরই দেখা গিয়েছিল ভূরি-ভূরি রয়েছেন তৃণমূল নেতাদের ঘনিষ্ঠদের নাম। আর এবারও একই নাম উঠে এসেছে। তালিকা প্রকাশ হতেই দেখা গিয়েছে, গ্রুপ সি ও গ্রুপ ডি-র তালিকাতেও রয়েছে একাধিক অযোগ্য শিক্ষাকর্মীদের নাম যাঁরা আবার তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ। অভিযোগ, নাম রয়েছে কোচবিহারের তৃণমূল যুব সভাপতির। এই লিস্টে নাম রয়েছে বাঁকুড়ার তৃণমূল বুথ সভাপতির বলে অভিযোগ। এখানেই শেষ নয়, আরও অভিযোগ যে, নাম রয়েছে শিলিগুড়ির যুব তৃণমূল নেতার। এছাড়াও, তালিকায় আছেন দুর্গাপুরের তৃণমূল শ্রমিক নেতার ছেলের নামও।