Mamata Banerjee: মমতার ভাই ছাড়া আর কী পরিচয় বাবুনের? কেন মন কষাকষি?
Mamata Banerjee: বাবুনের মেয়ে অভিষেকের ফেসবুক টিমে কাজ করতেন শুরুর দিকে। বর্তমানে তাঁকে আর সেভাবে দেখা যায় না ওই টিমের হয়ে কাজ করতে। মনে করা হচ্ছে, মনান্তরের পরই কাজ ছেড়ে দিয়েছেন বাবুনের মেয়ে।
কলকাতা: সম্পর্কে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই। কিন্তু, বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, এবার থেকে তাঁর পরিবারের সদস্য বলে স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুনের পরিচয় দেওয়া যাবে না। তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করার পর যেভাবে দিল্লি চলে গিয়েছেন স্বপন বন্দ্যোপাধ্য়ায়, তাতেই জল্পনা বাড়ে। টিকিট না পাওয়ায় যে ক্ষোভ রয়েছে, সে কথা অস্বীকারও করেননি বাবুন। সেই অর্থে তৃণমূল নেতা হিসেবে প্রথম সারিতে কখনই দেখা যায়নি তাঁকে, তবে সেই বাবুনের পরিচয় আসলে কী? কেন এত মন কষাকষি দিদি-র সঙ্গে?
বন্দ্যোপাধ্য়ায় পরিবারের ছোট ছেলে বাবুন। তাঁর পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী ও কন্যা। তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পর দলের ক্রীড়া সেলের দায়িত্ব পান বাবুন। তবে ক্রীড়া সেলের দায়িত্ব দেওয়া হলেও তাঁকে নাকি কোনও চিঠি দেওয়া হয়নি। সম্প্রতি ঘনিষ্ঠ মহলে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মমতার এই ভাই।
দলের নেতা হিসেবে বাবুনের নাম সেভাবে উঠে না এলেও বেশ কিছু দায়িত্ব রয়েছে বাবুনের হাতে। একাধিক স্পোর্টস অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত তিনি। হকি, টেবিল টেনিস, কবাডি সহ একাধিক খেলার সঙ্গে যুক্ত রয়েছেন বাবুন। মোহনবাগান ক্লাবের ফুটবল সেক্রেটারি তিনি। এছাড়া তিনি স্পোর্টস কাউন্সিলরের সদস্য। হকি বেঙ্গল, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন, বেঙ্গল বক্সিং অ্যাসোসিয়েশন, বেঙ্গল হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের দায়িত্বেও রয়েছেন তিনি।
বাবুনের মেয়ে অভিষেকের ফেসবুক টিমে কাজ করতেন শুরুর দিকে। বর্তমানে তাঁকে আর সেভাবে দেখা যায় না ওই টিমের হয়ে কাজ করতে। মনে করা হচ্ছে, মনান্তরের পরই কাজ ছেড়ে দিয়েছেন বাবুনের মেয়ে।
সমস্যাটা হল লোকসভা ভোটের আগে। প্রার্থী তালিকা ঘোষণার আগে বাবুন ঘনিষ্ঠ অনেকেই বলতে শুরু করেন, হাওড়া থেকে বাবুন দাঁড়াচ্ছেন। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সামনের সারিতে থেকে যখন নির্বাচন পরিচালনা করছেন, তখন দেখা গেল প্রার্থী তালিকায় বাবুনের নাম নেই। তারপরই এদিন হাওড়ার প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন বাবুন।