Dilip Ghosh Marriage: ষাটোর্ধ্ব দিলীপের সঙ্গে বিয়ের দিন পাকা, কে এই রিঙ্কু মজুমদার
Dilip Ghosh Marriage: সূত্রের খবর, দিলীপ ঘোষের মা-কে ছেলের বিয়ের জন্য রাজি করাতে নাকি চেষ্টা করেছিলেন রিঙ্কু নিজেই। নিউটাউনের বাড়িতে মা পুষ্পলতা ঘোষকে এনে রেখেছেন দিলীপ।

কলকাতা: বিরোধী দলকে খোঁচা দিতে দিলীপ ঘোষের জুড়ি মেলা ভার। প্রতিদিন মর্নিং ওয়াকে গিয়ে চাঁচাছোলা ভাষায় ‘বাইট’ দেন সকাল সকাল। যাঁকে সকাল-বিকেল লাগামহীন মন্তব্যে করতে দেখতেই অভ্যস্ত বাংলার রাজনীতি, সেই দিলীপ ঘোষ নাকি বসছেন বিয়ের পিঁড়িতে। সূত্রের খবর, শুক্রবার বসছে ষাটোর্ধ্ব দিলীপের বিয়ের আসর। হবু সহধর্মিণী দলে তাঁর সহকর্মী বলেই জানা যাচ্ছে।
বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির বিয়ের খবর যে বঙ্গ রাজনীতির বড় চমক, তা বলাই বাহুল্য। বৃহস্পতিবার নাম না করে একটি এক্স মাধ্যমে সেই বিয়ে কথা লেখেন তৃণমূল নেতা কুণাল ঘোষও। কুণালের পোস্ট অনুযায়ী পাত্রী বিজেপিরই কর্মী। প্রশ্ন হল, কে সেই পাত্রী? কীভাবে হল আলাপ?
জানা গিয়েছে, পাত্রীর নাম রিঙ্কু মজুমদার। তিনি বিজেপি নেত্রী। দীর্ঘদিন ধরেই বিজেপির সদস্যা হিসেবে কাজ করছেন রিঙ্কু। কলকাতা উত্তর শহরতলির সাংগঠনিক বিজেপি জেলা মহিলা মোর্চার সঙ্গে যুক্ত তিনি। তাঁর বাড়ি নিউটাউনে। উল্লেখ্য, দিলীপ ঘোষ নিজেও নিউ টাউনের একটি ফ্ল্যাটে থাকেন।
রিঙ্কু ডিভোর্সি বা বিবাহ বিচ্ছিন্না বলেই জানা গিয়েছে। তাঁর এক ২৫ বছরের ছেলেও আছে। রিঙ্কুর ছেলে সল্টলেকের এক আইটি সংস্থার অফিসে কর্মরত। বিজেপি করার সূত্রেই দিলীপ ঘোষের সঙ্গে আলাপ তাঁর।
সূত্রের খবর, দিলীপ ঘোষের মা-কে ছেলের বিয়ের জন্য রাজি করাতে নাকি চেষ্টা করেছিলেন রিঙ্কু নিজেই। নিউটাউনের বাড়িতে মা পুষ্পলতা ঘোষকে এনে রেখেছেন দিলীপ। সেখানেই নাকি বিজেপি নেতার মায়ের সঙ্গে রিঙ্কুর আলাপ, কথাবার্তাও হয় দুজনের। এরপরই ছেলেকে বিয়ের কথা বলেন মা। জানা গিয়েছে, মায়ের কথাতেই নাকি বিয়েতে রাজি হয়েছেন দিলীপ ঘোষ।
