কলকাতা: দেশ ছেড়েছেন হাসিনা। তবুও জ্বলন্ত বাংলাদেশের ছবিটা কিন্তু এখনও বদলাচ্ছে না। ঢাকা থেকে চট্টগ্রাম, দেশের নানা প্রান্ত থেকে লাগাতার আসছে হিংসা, হানাহানির খবর। নানা প্রান্তে সাম্প্রদায়িক হিংসার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ। গর্জে উঠেছেন এ পার বাংলার বুদ্ধিজীবীরাও। শুধু কোটা সংস্কার আন্দোলন নয়, বিগত কয়েক বছরে বাংলাদেশে একাধিকবার দেখা গিয়েছে সাম্প্রদায়িক হানাহানির ছবি। সংখ্যালঘুদের উপর বারাবার আক্রমণের অভিযোগও উঠেছে। জলঘোলা হয়েছে রাজনীতির আঙিনায়। এবার হাসিনা দেশ ছাড়তেই সেই ছবি ফিরেছে। উপাসনালয়েও হামলার অভিযোগ উঠেছে। জট পাকাচ্ছে রাজনীতির পাড়ায়। পাল্টা একে অপরের বিরুদ্ধে আঙুল তুলেছে আওয়ামী লিগ, বিএনপি, জামাতে ইসলামীর মতো দল। কিন্তু, কেন বারবার সংখ্যালঘুদের উপর আক্রমণ? নানা মহলে দাবি করা হচ্ছে বাংলাদেশের সঙ্কটজনক পরিস্থিতির জেরে আগামী কয়েক বছরের মধ্যে এ দেশে আসতে পারেন ১ কোটি শরণার্থী!
যদিও এই দাবি মানতে নারাজ প্রাক্তন রাষ্ট্রদূত পিনাকরঞ্জন চক্রবর্তী। তিনি বলছেন, এই ফিগারটা খুব বাড়িয়ে বলা হচ্ছে। এমনিতেও কিন্তু অনেক শরণার্থী রোজই আসে। হিন্দুরা আসেন। তবে ১ কোটি না হলেও বাংলাদেশের অরাজকতার জন্য সেখান থেকে প্রায়ই সংখ্যালঘুরা যে দলে দলে এ পারে চলে আসছেন তা মানছেন তিনি। বলছেন, “ঢাকা বিশ্ববিদ্যালের অধ্যাপক আবুল বারাকাত তো লিখে গিয়েছেন, প্রতিদিন কতজন আসেন সেই সম্পর্কে একটা ধারণাও দিয়েছেন। উনি আশঙ্কা করেছিলেন ৩০ বছর পরে ওখানে আর হিন্দুরা থাকবে না। ওখানে যখন অরাজকতা হয় তখন হিন্দুদের উপর আক্রমণ হয়। ২০০১ সালে নির্বাচনের পর বিএনপি যখন ক্ষমতায় এসেছিল তখনও এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল। হিন্দুদের উপর আক্রমণ হয়েছিল।” কিন্তু কেন?
পিনাকরঞ্জন বলছেন, “কারণ ওরা মনে করে ওখানে যত হিন্দুরা কমবে তত আওয়ামী লিগের ভোট কমবে। কারণ ওখানকার প্রায় ৯০ শতাংশ হিন্দু আওয়ামী লিগকে ভোট দেয়। কারণ ওরা একটু সেক্যুলার মাইন্ডেড। হিন্দুদের সঙ্গে ওদের ভাল সম্পর্ক। ওখানকার রাজনীতি খুব জটিল, খুব হিংসাত্মকও বটে।” আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভজিৎ নস্কর মনে করছেন হাসিনার কারণেই বাংলাদেশের পরিস্থিতি আজ এত জটিল। তিনি বলছেন, “শেষ কয়েকদিন ধরেই হাসিনা বেশ কিছু কঠোর পদক্ষেপ করছিলেন। সে কারণেই পরিস্থিতি আচমকা হাতের বাইরে চলে যায়।”
প্রসঙ্গত, ইতিমধ্যেই বাংলাদেশের সংখ্যালঘু তথা হিন্দুদের ওপর যে আক্রমণ চলছে, সে কথা খোদ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার সংসদে বাংলাদেশ সম্পর্কে বিবৃতি দিতে গিয়ে বলেন, “সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে। তাদের ব্যবসায় আক্রমণ করা হচ্ছে, মন্দিরও আক্রান্ত। সে দিকে আমরা নজর রাখছি।”