AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সাঁতরাগাছি ঝিলে কেন আসছে না পরিযায়ী পাখি? নেপথ্যে রাজ্য-রেলের ‘ঠান্ডা লড়াই’, জানুন রহস্য

Santragachi Jheel: জমির লাইসেন্স ফি মকুব নিয়ে রাজ্য-রেলের দ্বন্দ্ব, সাঁতরাগাছি ঝিলের দূষণ ছাড়াচ্ছে সহ্যের সীমা। জমির লাইসেন্স-ফি নিয়ে রাজ্য ও রেলের মধ্যে জটিলতা দূর হচ্ছে না কিছুতেই। ক্ষুব্ধ পরিবেশ আদালত। দ্রুত সমস্যা সমাধানের নির্দেশ এলেও বাস্তবের মাটিতে কাজের কাজ কবে হবে? উঠছে প্রশ্ন।

সাঁতরাগাছি ঝিলে কেন আসছে না পরিযায়ী পাখি? নেপথ্যে রাজ্য-রেলের 'ঠান্ডা লড়াই', জানুন রহস্য
বাড়ছে চিন্তা, কী বলছেন পরিবেশবিদরা? Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Nov 14, 2024 | 5:19 PM
Share

আবাস থেকে একশো দিনের কাজ, নানা ইস্যুতে কেন্দ্র-রাজ্য সংঘাত তো লেগেই রয়েছে। এবার আরও সংযোজন। নর্দমা তৈরির জমি নিয়ে প্রবল সংঘাতে রেল-পুরসভা। আর তার জেরেই আটকে নিকাশির কাজ। উদ্বেগ বাড়াচ্ছে সাঁতরাগাছি ঝিলের লাগামহীন দূষণ। নিকাশির জলে চরম দূষণ। ভুগছে জলজ প্রাণী থেকে জলজ উদ্ভিদ। নষ্ট হচ্ছে বাস্তুতন্ত্র। এদিকে জমির লাইসেন্স ফি মকুব নিয়ে রাজ্য-রেলের দ্বন্দ্ব ক্রমেই বেড়েই চলেছে। কিছুতেই কাটছে না জটিলতা। রেগে লাল পরিবেশ আদালত। দ্রুত সমস্যা সমাধানের কথা বলা হলেও আসলে বাস্তবের মাটিতে হচ্ছে না কিছুই। তা নিয়েই তৈরি হয়েছে চাপানউতোর। চর্চা চলছে রাজনীতির পাড়াতেও। পাল্টা রাজ্যকে চেপে ধরছে বঙ্গ বিজেপি। কিন্তু, সমস্যার সমাধান কবে? উত্তর দিতে পারছে না কেউই।  জট...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন