Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP training Camp: বিলাসবহুল ভেদিক ভিলেজে বিজেপির প্রশিক্ষণ শিবির কেন? কী বলছেন দিলীপ ঘোষ?

BJP training Camp: প্রশিক্ষণে শিবিরে থাকবেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য।

BJP training Camp: বিলাসবহুল ভেদিক ভিলেজে বিজেপির প্রশিক্ষণ শিবির কেন? কী বলছেন দিলীপ ঘোষ?
Follow Us:
| Edited By: | Updated on: Aug 29, 2022 | 6:15 PM

কলকাতা: বছর পাঁচেকের ব্যবধান। ২০১৭ সালে হলদিয়ার চিন্তন শিবিরের পর ২০২২। বঙ্গ বিজেপির তিন দিনের প্রশিক্ষণ শিবির (BJP training Camp) বসছে বিলাসবহুল রিসর্ট ভেদিক ভিলেজে। আগামী ২৯ থেকে ৩১ অগস্ট প্রশিক্ষণ শিবিরে যোগ দেবেন প্রায় সাড়ে তিনশো প্রতিনিধি। কেন্দ্রীয় নেতৃত্বেরও এই প্রশিক্ষণ শিবিরে আসার কথা রয়েছে। তাঁরা পরামর্শদাতারও কাজ করবেন বলে জানা যাচ্ছে। প্রশিক্ষণে শিবিরে থাকবেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar), বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh), বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য। দিল্লি থেকে আসছেন বিএল সন্তোষ, সম্বিৎ পাত্র, অমিত মালব্য সহ আরও বেশ কয়েকজন নেতা। কিন্তু বিলাসবহুল ভেদিক ভিলেজে প্রশিক্ষণ শিবির কেন? প্রকাশ্যেই প্রশ্ন তুলছেন দলেরই একাংশের কর্মীরা। ২০২১ সালে বিধানসভা ভোট পরবর্তী হিংসার পর  বহু কর্মী আজও ঘরছাড়া, বহু বাড়িঘর নষ্ট হয়ে গিয়েছে, তাঁদেরকে প্রয়োজনীয় আর্থিক সাহায্য না দিয়ে কেন এই বৈদিক ভিলেজ ভাড়া করে এই প্রশিক্ষণ শিবির হচ্ছে? কেন এত বিপুল পরিমাণ টাকা খরচ হচ্ছে সেই প্রশ্নও উঠতে শুরু করেছে দলের অন্দরে। 

এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “যাঁরা ঠিক করছেন, খুঁজেছেন তাঁরা হয়তো যোগ্য জায়গা পাননি, এটা নিরিবিলি পেয়েছেন তাই হয়তো হচ্ছে। তবে ঠিক কী কারণে হচ্ছে তা আমাকে বলা হয়নি। আমাকে শুধু বলা হয়েছে ওখানে হবে। তবে হ্যাঁ, একসময় খুব বিতর্ক হয়েছিল ভেদিক ভিলেজ নিয়ে। এখন কী পরিবেশ আছে জানি না। তবে খরচ কে করে না? কোন পার্টি খরচ করে না? আমাদের অল ইন্ডিয়া মিটিংও বড় হোটেলে হয়েছে।”

এদিকে ভেদিক ভিলেজে যাওয়ার পথের দুধারে ইতিমধ্যেই বিজেপি বিরোধী ব্যানার-প্ল্যাকার্ড লাগিয়ে বিক্ষোভ দেখিয়েছেন ভাঙরের বাসিন্দারা। বিক্ষোভের পিছনে তৃণমূল রয়েছে বলে দাবি করেছে বিজেপি। কিন্তু, প্রশিক্ষণ শিবির নিয়ে দলের অন্দরের ক্ষোভ নিয়ে অস্বস্তি বাড়ছে রাজ্য বিজেপির নেতাদের।