AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh: একাত্তরের বিজয় দিবস উদযাপনে এপারে আর আসবেন তো বাংলাদেশের মুক্তিযোদ্ধারা?

Bangladesh: বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ, ধোঁয়াশা জিইয়ে থাকল বিজয় দিবসে মুক্তি যোদ্ধাদের উপস্থিতি নিয়ে, ফোর্ট উইলিয়ামের কর্তারা নিশ্চুপ। শুক্রবার সাংবাদিক বৈঠকে ফোর্ট উইলিয়ামের মেজর জেনারেল অফ জেনারেল স্টাফ মোহিত শেঠ শুধু একটাই শব্দ বললেন, এ ব্যাপারে পরে জানানো হবে।

Bangladesh: একাত্তরের বিজয় দিবস উদযাপনে এপারে আর আসবেন তো বাংলাদেশের মুক্তিযোদ্ধারা?
উদ্বেগের আবহেই বাড়ছে জল্পনা Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Dec 06, 2024 | 6:25 PM
Share

কলকাতা: জল্পনা চলছিল। কিন্তু, ধোঁয়াশা রয়েই গেল। এবার মুক্তিযুদ্ধের বিজয় দিবসে আদৌও বাংলাদেশের মুক্তিযোদ্ধা, তাঁদের পরিজন এবং সে দেশের সেনা আধিকারিকরা উপস্থিত থাকবেন কিনা, সেটা নির্দিষ্ট করে জানাতেই পারলেন না ফোর্ট উইলিয়ামের সেনাকর্তারা। শুক্রবার সাংবাদিক বৈঠকে ফোর্ট উইলিয়ামের মেজর জেনারেল অফ জেনারেল স্টাফ মোহিত শেঠ শুধু একটাই শব্দ বললেন, এ ব্যাপারে পরে জানানো হবে।

যদিও ফোর্ট উইলিয়াম সূত্রে খবর, পিএমও, বিদেশ মন্ত্রক এবং প্রতিরক্ষা মন্ত্রকে তরফে এ ব্যাপারে কোনও সবুজ সংকেত আসেনি। এমনকি বাংলাদেশ সরকারের তরফেও কোনও উত্তর আসেনি। তাই সে ক্ষেত্রে সেনা কর্তারা নিশ্চিত এবার আর বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের দেখা মিলবে না বিজয় দিবসে। এই বিজয় দিবস উদযাপনের অনুষ্ঠান এবার ৫৩তম বর্ষে পা দিচ্ছে। প্রতি বছরই দেখা যায় অন্তত ৩-৪দিন ধরে বিজয় দিবস উদযাপন হয়। কিন্তু, চলতি বর্ষে শুধুমাত্র ১৬ ডিসেম্বর যাবতীয় অনুষ্ঠান শুরু এবং শেষ হবে বলে জানা যাচ্ছে। অর্থাৎ ভারতীয় সেনার তরফে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসা হল।

 প্রতিবছর বাংলাদেশ থেকে বহু মুক্তিযোদ্ধা, তাদের পরিবার এবং বাংলাদেশের সক্রিয় সেনা কর্তারা উপস্থিত থাকেন। দুই দেশের সেনা, সেনা কর্তাদের উপস্থিতিতে অন্য মাত্রা নেয় বিজয় দিবসের অনুষ্ঠান। কিন্তু বাংলাদেশে ভয়াবহ পরিস্থিতি এবং ভারতের সঙ্গে সাম্প্রতিককালের অম্ল-মধুর সম্পর্ক সেই ছন্দের তাল কাটতে চলছে বলেই মনে করছে কূটনৈতিক মহল।