Rain Forecast: ফের বৃষ্টির পূর্বাভাস! ভিজতে পারে কোন কোন জেলা?
Rain Forecast: মঙ্গলবার আবার দার্জিলিং, কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা থাকছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের মতো জেলাগুলিতে।
কলকাতা: আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার খুব একটা বদল হবে না। তবে রবিবার থেকে ফের ঘুরবে হাওয়া। আগেই বলেছে হাওয়া অফিস। পশ্চিমী ঝঞ্ঝার দেওয়ালে আটকে যাচ্ছে উত্তর পশ্চিমের শীতল হাওয়া। ফলে শীতের রাস্তায় কাঁটা। অন্যদিকে বঙ্গোপসাগর থেকে পূবালী হাওয়ার দাপট বাড়বে। এর ফলেই বছরের প্রথম উইকেন্ডে ভালই উষ্ণতার ছোঁয়া মিলবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়াবিদরা বলছেন, রবিবার থেকে দক্ষিণবঙ্গে তিন দিনে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। পারা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রেও। তাপমাত্রা বাড়তে পারে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। দিনের পাশাপাশি বাড়বে রাতের তাপমাত্রাও।
এই খবরটিও পড়ুন
মঙ্গলবার আবার দার্জিলিং, কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা থাকছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের মতো জেলাগুলিতে। বেশি বৃষ্টি হতে পারে সোমবার রাত থেকে বুধবার সকালের মধ্যে। মেঘলা আকাশের কারণেই পারা থাকতে পারে ঊর্ধ্বমুখী। প্রসঙ্গত, বিগত কয়েক সপ্তাহে পশ্চিমের জেলাগুলিতে শীতের দেখা ভালই মিললেও কলকাতার শীতপ্রেমীদের মুখ ভারই থেকেছে। যদিও নববর্ষের শুরু থেকে অবস্থার কিছুটা বদল হয়েছে। তবে পূর্বাভাস যা তাতে ফের বাড়বে গরম।