Sonagachi: সুকান্তর মন্তব্যের প্রতিবাদ, কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ সোনাগাছির যৌনকর্মীদের
Sonagachi: সম্প্রতি, ডায়মন্ড-হারবারের আইনশৃ্ঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি পাঠান সুকান্ত মজুমদার। সেই সময়ই তাঁর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ ওঠে।

সম্প্রতি, ডায়মন্ড-হারবারের আইনশৃ্ঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি পাঠান সুকান্ত মজুমদার। সেই সময়ই তাঁর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ ওঠে। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে নিষিদ্ধ পল্লীর তুলনা করার অভিযোগ ওঠে। ইতিমধ্যে ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনন্দা সরকার বড়তলা থানায় শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছেন। তবে অভিযোগ জানিয়েই থেমে থাকেননি তৃণমূল কাউন্সিলর। কীভাবে একজন প্রতিমন্ত্রী এমন মন্তব্য করতে পারেন, সেই প্রতিবাদে সরাসরি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকেও একটি চিঠি পাঠিয়েছেন তিনি।
এই ঘটনার প্রতিবাদে পথে নামেন যৌন কর্মীরা। এক মহিলা বলেন, “উনি তো আমাদের অপমান করেছেন। আমাদের নামে উল্টো-পাল্টা বলেছেন। এটা মেনে নেব না।”





