TMC: যাঁরা সিঁদুর পরে না, তাঁরাও সিঁদুরকে সম্মান করে, বিজেপির বিরুদ্ধে ভাজনের প্রশ্ন তুললেন চন্দ্রিমা

TMC: বৃহস্পতিবার আলিপুরদুয়ারে বিজেপির সভায় যোগ দিয়ে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদীর বিরুদ্ধে আক্রমণ শানান।

TMC: যাঁরা সিঁদুর পরে না, তাঁরাও সিঁদুরকে সম্মান করে, বিজেপির বিরুদ্ধে ভাজনের প্রশ্ন তুললেন চন্দ্রিমা
চন্দ্রিমা ভট্টাচার্যImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 30, 2025 | 3:59 PM

কলকাতা: ‘অপারেশন সিঁদুর’-এ ভারতীয় সেনা নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে। পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে, কোনও ক্ষতি করতে এলে রেয়াত করা হবে না। সেই অভিযান নিয়ে ইতিমধ্যেই বিশ্বের একাধিক দেশে প্রতিনিধি পাঠিয়েছে কেন্দ্র। এরই মধ্যে তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলছে, প্রধানমন্ত্রী কি সিঁদুর নিয়ে রাজনৈতিক লাভ খোঁজার চেষ্টা করছে?

বৃহস্পতিবার আলিপুরদুয়ারে বিজেপির সভায় যোগ দিয়ে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদীর বিরুদ্ধে আক্রমণ শানান। আর এবার রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রশ্ন তুললেন, সিঁদুরের কথা বলে কি বিভাজন করা হচ্ছে না?

TV9 বাংলাকে সাক্ষাৎকার দিয়ে গিয়ে চন্দ্রিমা বলেন, “সিঁদুর নিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে বেরিয়ে পড়েছেন প্রধানমন্ত্রী। বিজেপির কর্মীরা বলছেন, ঘরে ঘরে সিঁদুর পৌঁছে দেবেন। কোন কোন ঘরে পৌঁছে দেবেন সিঁদুর?। কারা কারা সিঁদুর পরে? তার মানে এ ক্ষেত্রে বিভাজন আছে! এই প্রশ্নগুলো তো উঠছেই।”

চন্দ্রিমা আরও ব্যাখ্যা করে বলেন, “অন্য ধর্মের মহিলারা সিঁদুর পরেন না। কিন্তু সিঁদুরের আবেগ তো আছেই। যারা সিঁদুর পরে না, তারাও একজোট হয়ে সিঁদুরের সম্মান রক্ষা করবে। তারাও সিঁদুরকে সম্মান দেয়।”

সিঁদুর নিয়ে রাজনীতি করতে গেলে দাম দিতে হবে বিজেপিকে, এমনটাই বলেছেন মন্ত্রী। এভাবে বিজেপি মহিলা ভোট ব্যাঙ্ক পাবে না বলেও দাবি করেন তিনি।