SSC Full Tainted List New: সুপ্রিম নির্দেশের পরেই কাজ! দাগিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে দিল কমিশন, দেখে নিন কারা কারা আছেন

SSC Tainted List in Detail: এরইমধ্যে সাংবাদিক বৈঠক করতে দেখা যায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। সেখানেই তিনি এসএসএসি-র ভূয়সী প্রশংসা করে জানান, সব কাজ আদালতের নির্দেশ মেনে স্বচ্ছভাবেই হচ্ছে। চলতি মাসের শেষেই কোর্টে নির্দেশ মেনে গোটা নিয়োগ প্রক্রিয়া শেষ হবে। একান্তই যদি অতিরিক্ত সময়ের প্রয়োজন তার জন্য কোর্টের দ্বারস্থ হবে কিনা তা স্কুল সার্ভিস কমিশন ভেবে দেখবে।

SSC Full Tainted List New: সুপ্রিম নির্দেশের পরেই কাজ! দাগিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে দিল কমিশন, দেখে নিন কারা কারা আছেন
সামনে এল নতুন তালিকা Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Nov 27, 2025 | 2:13 PM

কলকাতা: ইন্টারভিউয়ে ডাক পাওয়া চাকরিপ্রার্থীদের তালিকায় দাগিদের নাম জড়িয়ে যেতেই জল গড়িয়েছিল শীর্ষ আদালতে। কিন্তু কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছিল কোনওভাবেই কোনও দাগিকে নিয়োগ প্রক্রিয়া রাখা যাবে না। জল গড়ায় সুপ্রিম কোর্টে। সেখানেও মুখ পোড়ে রাজ্যের। এসএসসি-কে সতর্ক করে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, কোনও অজুহাতেই যেন কোনও দাগি চাকরিপ্রার্থী নিয়োগ প্রক্রিয়া না ঢুকতে পারে তা দেখতে হবে। বিশেষভাবে সক্ষম হলেও দাগিরা কোনওভাবেই চাকরির সুযোগ পাবেন না। তখনই বলা হয় এসএসসি-কে সবিস্তারে দাগিদের তালিকা প্রকাশ করতে হবে। 

এরইমধ্যে সাংবাদিক বৈঠক করতে দেখা যায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। সেখানেই তিনি এসএসএসি-র ভূয়সী প্রশংসা করে জানান, সব কাজ আদালতের নির্দেশ মেনে স্বচ্ছভাবেই হচ্ছে। চলতি মাসের শেষেই কোর্টের নির্দেশ মেনে গোটা নিয়োগ প্রক্রিয়া শেষ হবে। একান্তই যদি অতিরিক্ত সময়ের প্রয়োজন তার জন্য কোর্টের দ্বারস্থ হবে কিনা তা স্কুল সার্ভিস কমিশন ভেবে দেখবে। ওই সময়ই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্রাত্য জানিয়ে দেন, আর কিছু সময়ের মধ্যেই সবিস্তারে এসে যাবে দাগিদের তালিকা। বলেন, “সুপ্রিম কোর্ট এসএসসি-কে বলেছে কোনও দাগি প্রার্থীকে রাখা যাবে না। দাগিদের পূর্ণাঙ্গ লিস্ট বের করতেও বলেছে। আজই এসএসসি দাগিদের পূর্ণাঙ্গ লিস্ট বের করে দেবে। আদালত যা নির্দেশ দিয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করছে এসএসসি।”

অবশেষে সেই তালিকা সামনে নিয়ে এল স্কুল সার্ভিস কমিশন। তালিকায় দাগি প্রার্থীর রোল নম্বরের সঙ্গে রয়েছে অভিভাবকের নাম, জন্ম তারিখ ও তাঁর সংশ্লিষ্ট বিষয়। তালিকায় রয়েছে ১৮০৬ জনের নাম।