
কলকাতা: টেট পরীক্ষার্থীদের জন্য স্বস্তির খবর। হাইকোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী ভুল প্রশ্নের জন্য নম্বর পাবেন প্রত্যেকে। যাঁরা মামলা করেছেন, বা যাঁরা মামলা করেননি, প্রত্যেককেই ওই নম্বর দিতে হবে বলে জানিয়ে দিয়েছে হাইকোর্ট। শুক্রবার বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে ছিল মামলা।
প্রাথমিক টেটের প্রশ্ন ভুল ছিল, এই অভিযোগ তুলে মামলা হয় হাইকোর্টে। ২০১৭ এবং ২০২২- দুটি টেট পরীক্ষাতেই ভুল প্রশ্নের অভিযোগ ওঠে। ওই মামলায় রিপোর্ট জমা দিয়েছে আদালত নিযুক্ত বিশেষজ্ঞ কমিটি। দীর্ঘ সময় ধরে মামলা চলছিল। রিপোর্ট দেখে বিচারপতির পর্যবেক্ষণ, যাঁরা আদালতে এসেছেন এবং যাঁরা আদালতে আসেননি, তাঁদের প্রত্যেকে ভুল প্রশ্নের জন্য নম্বর পাবেন।
কোন পদ্ধতিতে নম্বর দেওয়া হবে, ঠিক কত নম্বর দেওয়া হবে, সে ব্যাপারে আগামী সোমবার আদালতে জানাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত। ২০১৭ সালের টেটে ২৩টি এবং ২০২২ সালের টেটে ২৪টি প্রশ্ন ভুল থাকার অভিযোগে মামলা হয় আদালতে। সেই মামলার প্রেক্ষিতে বিশেষজ্ঞ কমিটি গঠন করে আদালত।
সম্প্রতি প্রাথমিকের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। গত ১৯ নভেম্বর থেকে শুরু হয়েছে আবেদনের প্রক্রিয়া। এদিন মামলায় প্রশ্ন তোলা হয়েছে যে প্রশ্ন ভুলের মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও কেন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হল?
মোট ১৩ হাজার ৪২১ শূন্যপদে নিয়োগ করা হবে। জেলাভিত্তিক বিবরণও প্রকাশ করবে পর্ষদ। সূত্রের খবর, শিক্ষকদের নিজের জেলায় চাকরি দিতে চায় পর্ষদ। তাই কোন প্রার্থী কোন জেলায় পোস্টিং চায়, তা আবেদনে উল্লেখ করে দেওয়ার সুযোগ রয়েছে।