AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR-এর ফর্ম তো ফিলআপ করছেন, কোন কালি ব্যবহার করবেন, কোন ভাষায় লিখতে হবে জানেন তো?

Special Intensive Revision: কোন ভাষায় ফর্ম ফিলআপ করবেন? কোন কালি ব্যবহার করবেন। এই নিয়ে কমিশন কোনও স্পষ্ট নির্দেশিকা জারি করেনি। তবে একাধিক ক্ষেত্রে বিএলওদের সঙ্গে কথা বলে ও পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগীর পডকাস্ট থেকে অনেক তথ্যই পাওয়া গিয়েছে।

SIR-এর ফর্ম তো ফিলআপ করছেন, কোন কালি ব্যবহার করবেন, কোন ভাষায় লিখতে হবে জানেন তো?
কোন ভাষায়, কোন কালিতে ফর্ম ফিলআপ করবেন?Image Credit: PTI
| Updated on: Nov 14, 2025 | 12:56 PM
Share

পশ্চিমবঙ্গে শুরু হয়ে গিয়েছে এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। বাংলায় বললে হয় বিশেষ নিবিড় পরিমার্জন। আর একই সঙ্গে মানুষের মনে আসছে একাধিক প্রশ্ন। কোন ভাষায় ফর্ম ফিলআপ করবেন? কোন কালি ব্যবহার করবেন। এই নিয়ে কমিশন কোনও স্পষ্ট নির্দেশিকা জারি করেনি। তবে একাধিক ক্ষেত্রে বিএলওদের সঙ্গে কথা বলে ও পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগীর পডকাস্ট থেকে অনেক তথ্যই পাওয়া গিয়েছে।

কোন ভাষায় ফর্ম ফিলআপ করবেন?

রাজ্যের বিভিন্ন এলাকায় বিভিন্ন ভাষায় ফর্ম তৈরি করা হয়েছে। এর মধ্যে বাংলা ও ইংরেজি সবচেয়ে বেশি। আপনার ফর্ম যদি বাংলায় থাকে, অর্থাৎ আপনার ফর্মে যদি নির্বাচকের নাম, আত্মীয়ের নাম: এই ভাবে থাকে, তাহলে আপনাকে সেই ফর্ম বাংলায় ফিলআপ করা বাঞ্ছনীয়।

আবার অনেক ক্ষেত্রেই ফর্ম ইংরেজিতেও থাকে। সাধারণত, যে সব এলাকায় বাংলাভাষী মানুষের পাশাপাশি হিন্দি বা অন্য ভাষাভাষীর মানুষ থাকেন, সেই এলাকায় এসআইআরের ফর্ম ইংরেজিতে হওয়ার কথা। আর আপনার ফর্ম যদি ইংরেজিতে থাকে তাহলে ইংরেজিতেই সেই ফর্ম ফিলআপ করা বাঞ্ছনীয়। এই ক্ষেত্রে আবার ক্যাপিটাল লেটারে ফর্ম ফিলআপ করাই ভাল।

কোন কালিতে ফর্ম ফিলআপ করবেন?

কোন ভাষার পাশাপাশি এটাও প্রশ্ন আসে যে কোন ভাষায় ফর্ম ফিলআপ করবেন আপনি। এখানে জানিয়ে রাখা ভাল কালো বল পয়েন্ট পেন এই ক্ষেত্রে সবচেয়ে ভরসাযোগ্য। আর এর ঠিক পরই আসে নীল কালির বল পয়েন্ট পেন। শুধু এসআইআর কেন, যে কোনও ফর্ম ফিলআপের সময়ই কালো বা নীল ছাড়া অন্য কোনও কালি বা বল পয়েন্ট পেন ছাড়া অন্য কোনও ধরনের পেন ব্যবহার করা একেবারেই উচিত নয়।