Samik Bhattacharya: ‘বিভিন্ন জায়গা থেকে মানুষ নিতে হয়, পুরনোদের বুঝতে হবে’, ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়ে শমীকের মুখে ‘কুমোরটুলি’ খোঁচা

Samik Bhattacharya: তিনি রাজ্য সভাপতি পদে দায়িত্ব নিলে যে এই দ্বন্দ্ব থাকবে না, এদিন স্পষ্ট করে দিলেন শমীক ভট্টাচার্য। বিজেপিতে নবীন-প্রবীণ দ্বন্দ্বের কথা বলতে গিয়ে কুমোরটুলির কথাও টেনে আনলেন।

Samik Bhattacharya: বিভিন্ন জায়গা থেকে মানুষ নিতে হয়, পুরনোদের বুঝতে হবে, ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়ে শমীকের মুখে কুমোরটুলি খোঁচা
শমীক ভট্টাচার্যImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Jul 02, 2025 | 2:52 PM

কলকাতা: ছাব্বিশের নির্বাচনে কার নেতৃত্বে ভোটযুদ্ধে নামবে বঙ্গ বিজেপি? গত কয়েকদিনের এই জল্পনার অবসান হতে চলেছে। আর বঙ্গ বিজেপির সভাপতির দৌড়ে সবার আগে রয়েছেন শমীক ভট্টাচার্য। সূত্রের খবর, তাঁর নামেই সিলমোহর দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আর কেন্দ্রীয় নেতৃত্বের বার্তা পেয়েই সল্টলেকে বিজেপির দফতরে সভাপতি পদে মনোনয়ন জমা দেওয়ার জন্য পৌঁছন শমীক। মনোনয়ন জমা দেওয়ার আগে বিজেপিকে নবীন-প্রবীণ দ্বন্দ্ব নিয়ে বড় বার্তা দিলেন তিনি।

আর কয়েকমাস পরই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বিজেপিতে বারবার নবীন-প্রবীণ দ্বন্দ্বের কথা সামনে এসেছে। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একাধিকবার নাম না করে অন্য দল থেকে বিজেপিতে আসা নেতাদের খোঁজা দিয়েছেন।

তিনি রাজ্য সভাপতি পদে দায়িত্ব নিলে যে এই দ্বন্দ্ব থাকবে না, এদিন স্পষ্ট করে দিলেন শমীক ভট্টাচার্য। বিজেপিতে নবীন-প্রবীণ দ্বন্দ্বের কথা বলতে গিয়ে কুমোরটুলির কথাও টেনে আনলেন। শমীকের কথায়, “সংঘবদ্ধভাবে বিজেপি লড়াই করবে। পরাজয় নিশ্চিত জেনেও যাঁরা ঘাম-রক্ত ঝরিয়েছেন, তাঁরাও থাকবেন। আর যাঁরা নতুন এসেছেন, সক্রিয়ভাবে বিজেপি করছেন, তাঁরাও থাকবেন। ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। পুরনোদেরও বুঝতে হবে, সংগঠনে বিভিন্ন জায়গা থেকে মানুষ নিতে হয়। কুমোরটুলি থেকে অর্ডার দিয়ে আনা যায় না। ফলে নতুন-পুরনোর বিতর্ক কিছু থাকবে না।”

তিনিই বিজেপির রাজ্য সভাপতি হচ্ছেন কি না, তা নিয়ে স্পষ্ট করে কিছু বললেন না শমীক। তবে সভাপতি পদে যে একজনই মনোনয়ন জমা দিতে পারেন, সেকথা বুঝিয়ে দিলেন রাজ্য বিজেপির বিদায়ী সভাপতি সুকান্ত মজুমদার। এদিন তাঁকে প্রশ্ন করা হয়, ছাব্বিশের নির্বাচনের আগে বিজেপির রাজ্য সভাপতি কেমন হওয়া দরকার? সুকান্ত মজুমদার বলেন, “বিজেপির সভাপতি যেরকম হওয়া প্রয়োজন, তেমনই হবে। আর কিছুক্ষণের মধ্যেই নাম জানা যাবে।” কে হতে পারেন বিজেপি সভাপতি? সুকান্ত বলেন, “কেন্দ্রীয় নেতৃত্ব থেকে কী নির্দেশ আসে, সেটা দেখতে হবে। তবে সাধারণত আমরা সহমতের ভিত্তিতে আমরা দল চালাই। স্বাভাবিকভাবে একটি নামই হবে বলে আমার বিশ্বাস। দল যাঁকে ঠিক করবে, তিনিই মনোনয়ন জমা দেবেন, বাকি কেউ দেবেন না।” সুকান্তর বক্তব্যেই স্পষ্ট, বিজেপির রাজ্য সভাপতি নির্বাচনে ভোটাভুটি হচ্ছে না। একটি নামই জমা পড়তে চলেছে। সেক্ষেত্রে আগামিকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না। বুধবার বিকেলেই জানা যাবে, রাজ্য বিজেপির হাল কে ধরবেন।