CGO Complex: ইডি দফতরে জওয়ানদের রাইফেল কেড়ে নেওয়ার চেষ্টা, সিজিও-তে আটক তরুণী

CGO Complex: বিধাননগর উত্তর থানার পুলিশ ওই তরুণীকে আটক করেছে ইডি দফতর থেকে। সূত্রের খবর, বেলা সাড়ে ১২টা নাগাদ ওই তরুণী ইডি দফতরে সিজিও কমপ্লেক্সের সাততলায় যান। তাঁর গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় কথা বলতে এগিয়ে যান নিরাপত্তারক্ষীরা।

CGO Complex: ইডি দফতরে জওয়ানদের রাইফেল কেড়ে নেওয়ার চেষ্টা, সিজিও-তে আটক তরুণী
সিজিও-তে শোরগোল Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 13, 2024 | 3:16 PM

কলকাতা: আজ যেতে হচ্ছে বনগাঁ, তো কাল সন্দেশখালি। বিগত কয়েকমাস ধরেই ব্যস্ততা তুঙ্গে সিজিও কমপ্লেক্সে। সদা ব্যস্ততার মধ্যে দিন কাটছে ইডি আধিকারিদকের। এরইমধ্যে সিজিও-তে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। ইডি দফতরে CISF জওয়ানদের রাইফেল কেড়ে নেওয়ার চেষ্টার অভিযোগ এক তরুণীর বিরুদ্ধে। ইতিমধ্যেই তাঁকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, তরুণীর নাম প্রিয়াঙ্কা কুন্ডু। তাঁর বাড়ি সল্টলেকে। 

বিধাননগর উত্তর থানার পুলিশ ওই তরুণীকে আটক করেছে ইডি দফতর থেকে। সূত্রের খবর, বেলা সাড়ে ১২টা নাগাদ ওই তরুণী ইডি দফতরে সিজিও কমপ্লেক্সের সাততলায় যান। তাঁর গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় কথা বলতে এগিয়ে যান নিরাপত্তারক্ষীরা। কোথায়, কার কাছে যেতে চাইছেন জানতে চাওয়া হয়। এদিকে নিরাপত্তারক্ষীদের প্রশ্নের কোনও উত্তর না দিয়ে আচমকা কর্তব্যরত CISF জওয়ানের রাইফেল ধরে টানা হ্যাঁচড়া শুরু করে দেন ওই তরুণী। 

অবস্থা হাতের বাইরে যাচ্ছে দেখে তরুণীকে ইডি দফতরে আটকে রেখে পুলিশে খবর দেন নিরাপত্তারক্ষীরা। খবর পাওয়া মাত্রই সিজিও-তে চলে আসে বিধাননগর উত্তর থানার পুলিশ। প্রথামিকভাবে পুলিশ অনুমান করছে, ওই মহিলা মানসিক ভারসাম্যহীন। সে কারণেই এই কাণ্ড করে থাকতে পারেন। ইতিমধ্যেই তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফে। পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই তরুণীকেও। কেন, কোন উদ্দেশ্যে তিনি সিজিওতে এসেছিলেন তা জানার চেষ্টা করছে পুলিশ।