Ranveer Singh-Deepika Padukone: ছেলে না মেয়ে কী চান স্ত্রী দীপিকার থেকে, কী বললেন রণবীর?

Ranveer Singh-Deepika Padukone: নেটিজ়েনদের মনে প্রশ্ন জেগেছে অনস্ক্রিন কী হবে, তা তো ছবি মুক্তিতেই জানা যাবে, কিন্তু বাস্তবে তিনি দীপিকার কাছ থেকে ছেলে না মেয়ে কী চান?

Ranveer Singh-Deepika Padukone: ছেলে না মেয়ে কী চান স্ত্রী দীপিকার থেকে, কী বললেন রণবীর?
"জয়েশভাইয়ের...." সেই ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Apr 20, 2022 | 3:02 AM

ছেলে না মেয়ে, কী চান রণবীর সিং (Ranveer Singh)? হঠাৎ কেন এই প্রশ্নের মুখোমুখি দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) পতিদেব?  রণবীর সিংয়ের নতুন ছবি ‘জয়েশভাই জোরদার’ ছবির দ্বিতীয় পোস্টার মুক্তি পেয়েছে ১৮ এপ্রিল। সেই পোস্টারের জন্যই এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে রণবীরকে। কী রয়েছে সেই পোস্টারে? একটি বাচ্চা কোলে জয়েশভাই, সঙ্গে ক্যাপশন লেখা ছেলে না মেয়ে– এই পোস্টার মুক্তি পাওয়ার পর ভাইরাল হতে সময় নেয়নি। মজা করে এমনও বলতে শোনা যায়, কার বাচ্চার বাবা হতে চললেন রণবীর! এর পাশাপাশি নেটিজ়েনদের মনে প্রশ্ন জেগেছে অনস্ক্রিন কী হবে, তা তো ছবি মুক্তিতেই জানা যাবে, কিন্তু বাস্তবে তিনি দীপিকার কাছ থেকে ছেলে না মেয়ে কী চান?

ছবির ট্রেলার লঞ্চে এই প্রশ্ন উড়ে যায় রণবীরের কাছে। তিনি সোজাসুজি উত্তর না দিয়ে ঘুরিয়ে বললেন, “যখন আপনি কোনও মন্দিরে যান, তখন কেউ কী আপনাকে জিজ্ঞাসা করেন, আপনি লাড্ডু অথবা শেরা কোনটা চান… যাই পান, তাকেই প্রসাদরূপে গ্রহণ করেন। ঠিক একই বিষয় এক্ষেত্রেও। কোনও পছন্দ নেই। ভগবান আমাকে এবং দীপিকাকে আশীর্বাদ স্বরূপ যা দেবেন, ছেলে-মেয়ে যে-ই হোক না কেন, আমরা তাতেই খুশি। ২০১৮ সালে ইতালিতে ওয়েডিং ডেস্টিনেশনে বিয়ে করেন দীপিকা-রণবীর। বিয়ের পর থেকেই নানা সময়ে দীপিকার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে জল্পনা, গুঞ্জন হয়েছে। কিন্তু সেগুলোর কোনওটারই সত্যতা নেই।

‘জয়েশভাই  জোরদার’ ছবিতে বোমান ইরানি, রত্না পাঠক অভিনয় করছেন। কন্যা শিশু সন্তান হত্যা বা ভ্রুণ হত্যার বিষয়ের উপর ছবি এটি। তবে গুরুগম্ভীরভাবে নয়, হাল্কা উপায়ে দেখানো হয়েছে বিষয়টি বলেই খবর আছে। তবে ছবিটি যে সমাজের কাছে একটা বার্তা পৌঁছতে চায়, তা ট্রেলার থেকেই আন্দাজ করতে পারা যাচ্ছে। আগামী ১৩ মে সিনেমা হলে মুক্তি পাবে ছবি। তখন জানা যাবে অনস্ক্রিন রণবীর কোন সন্তান চান।

এই ছবিটি ছাড়াও রণবীর কাজ করছেন করণ জোহরের ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। ‘গল্লি বয়’ ছবির পর রণবীর আর আলিয়া আরও একবার জুটি হিসেবে আসছেন এই ছবিতে। ছবিতে কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ধর্মেন্দ্র, শাবানা আজমি, জয়া বচ্চন।

আরও পড়ুন-Kajal Aggarwal:  মা হলেন কাজল আগরওয়াল, সেই খবর তিনি ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে

আরও পড়ুনMandakini:  প্রায় ২৫ বছর পর মন্দাকিনী ফিরছেন, কোথায় কীভাবে, রইল তার হদিশ

আরও পড়ুন-Sanjay Dutt-KGF- Chapter 2:  হিন্দি সিনেমা নিজেদের দর্শকদের ভুলে গিয়েছে, শুধু ব্যবসা দেখছে, কেন বললেন সঞ্জয়?