AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

EURO 2020 : আজ কোপেনহেগেন এরিকসেনময়!

   ম্যাচের ১০ মিনিটে থামানো হয় খেলা।ততক্ষণে ১-০ গোলে পিছিয়ে পড়েছে বেলজিয়াম। তবুও ফুটবল দ্বৈরথ ভুলে এরিকসেনের জন্য প্রার্থনায় ডেনমার্ক ফুটবলারদের সঙ্গে লুকাকুরাও। আর  গ্যালারি জুড়ে তখন শুধুই এরিকসেন, এরিকসেন।

EURO 2020 : আজ কোপেনহেগেন এরিকসেনময়!
ডেনমার্ক-বেলজিয়াম ম্যাচে এরিকসেনের সুস্থ কামনায় দাঁড়িয়ে গোটা গ্যালারি। হাসপাতালে শুয়ে এরিকসেন (ডানদিকে)
| Updated on: Jun 17, 2021 | 11:06 PM
Share

কোপেনহেগেনঃপার্কেন স্টেডিয়াম বৃহসস্পতিবার যে এরিকসেনময়(CHRISTIAN ERIKSEN) হবে, তার আঁচ পাওয়া গিয়েছিল বুধবারই। ম্যাচের আগেই সাংবাদিক সম্মেলনে লুকাকু(ROMELU LUKAKU) জানিয়েছিলেন বৃহস্পতিবার ইউরো কাপে (EURO2021) ডেনমার্ক (DENMARK)বনাম বেলজিয়াম (BELGIUM)ম্যাচে কিভাবে এরিকসেনের দ্রুত আরোগ্য কামনা করা হবে। তৈরি হচ্ছিল ডেনমার্কের দর্শকরাও. আর বৃহস্পতিবার গোটা বিশ্ব দেখল, ফুটবল শক্তি। গোটা পার্কেন স্টেডিয়াম যেন হয়ে উঠেছিল এরিকসেনের জন্যই।

Denmark and Belgium Pause Clash to Honour Christian Eriksen

ম্যাচ শুরুর আগে এরিকসেনের দ্রুত আরোগ্যা কামনায় পার্কেন স্টেডিয়াম

ডেনমার্কের হয়ে ১০ নম্বর জার্সি পড়েন ক্রিশ্চিয়ান এরিকসেন। ম্যাচ শুরুর আগেই উয়েফার উদ্যোগে বিশালাকার ডেনমার্কের ১০ নম্বরের জার্সি আনা হয় স্টেডিয়ামে। জার্সিতে লেখা রয়েছে ক্রিশ্চিয়ান এরিকসেনের নাম। ২ দলের ফুটবলারদের সঙ্গে গ্যালারিতে দাঁড়িয়ে দর্শকরাও। এদিন ডেনমার্কের সব দর্শকের পরনেই ছিল ডেনমার্কের ১০ নম্বর জার্সি। লাল রঙের সেই জার্সিতে লেখা এরিকসেন। গ্যালারি থেকে গর্জে উঠছে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ফুটবলারের নাম। আরোগ্য কামনা চলে গোটা স্টেডিয়ামের আনাচে কানাচে।

ম্যাচের ১০ মিনিটে থামানো হয় খেলা।ততক্ষণে ১-০ গোলে পিছিয়ে পড়েছে বেলজিয়াম। তবুও ফুটবল দ্বৈরথ ভুলে এরিকসেনের জন্য প্রার্থনায় ডেনমার্ক ফুটবলারদের সঙ্গে লুকাকুরাও। আর  গ্যালারি জুড়ে তখন শুধুই এরিকসেন, এরিকসেন। দর্শকদের সঙ্গে এরিকসেনের আরোগ্য কামনায় সামিল ফুটবলাররাও। হাততালি দেন দর্শকদের সমর্থনের সঙ্গে। হাততালি দিলেন রেফারিও। এরিকসেনের জন্য থামল ফুটবল। কিছুক্ষণের জন্য।ফের শুরু হল ফুটবল।

Denmark and Belgium Pause Clash to Honour Christian Eriksen

ম্যাচের ১০ মিনিটে এরিকসেনের জন্য বন্ধ হয় খেলা। ডেনমার্কের ফুটবলারকে জড়িয়ে ধরেছেন লুকাকু

জেতা বা হারা। গোল করা বা গোল মিস। ৯০ মিনিটের লড়াইয়ে এগুলো এক একটা মুহূর্ত। ফুটবলের জেতা বাহারা হয়তো নির্ভর করে ফলাফলে।কিন্তু পার্কেন স্টেডিয়ামে আজ যা হল, তাই তো আসল জয়। ফুটবলের জয়। ফুটবল শক্তির জয়। গোটা বিশ্ব দেখল এদিন।