AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Brahmastra Budget: বলিউডের ইতিহাসে সবচেয়ে দামী ছবি, ‘ব্রহ্মাস্ত্র’ তৈরিতে কত খরচ হয়েছে জানেন?

Alia Bhatt and Ranbir Kapoor: সাম্প্রতিক বয়কট ট্রেন্ডে নাকি রীতিমতো চিন্তায় রয়েছে ছবির প্রযোজকেরা। পরিচালক অয়নও বেজায় চিন্তিত। এত পরিশ্রম, এত রাত জাগা কি বৃথা যাবে?

Brahmastra Budget: বলিউডের ইতিহাসে সবচেয়ে দামী ছবি, 'ব্রহ্মাস্ত্র' তৈরিতে কত খরচ হয়েছে জানেন?
'ব্রহ্মাস্ত্র' তৈরিতে কত খরচ হয়েছে জানেন?
| Edited By: | Updated on: Sep 02, 2022 | 9:18 AM
Share

আর মাত্র এক সপ্তাহ। আট বছর ধরে তৈরি ছবি, যে ছবি সাক্ষী থেকেছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের প্রেমের, যে ছবি সাক্ষী থেকেছে পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের পরিশ্রমের, সেই ছবিই মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে। ‘ব্রহ্মাস্ত্র’— বলিউড হাঙ্গামার রিপোর্ট জানাচ্ছে বলিউডের ইতিহাসে এর থেকে বেশি পয়সা আর কোনও ছবির জন্য খরচ হয়নি। ‘লাল সিং চাড্ডা’, ‘আরআরআর’-এর খরচ এ ছবির কাছে নেহাতই নিঃস্ব। ছবিটি তৈরি করতে আনুমানিক কত টাকা খরচ হয়েছে এযাবৎ?

সূত্র জানাচ্ছে, প্রচারের অংশ বাদ দিয়েও এ ছবি বানাতেই খরচ হয়েছে ৪১০ কোটি টাকা। এত টাকা দিয়ে ভারতীয় ছবির তৈরি হয়েছে ইতিহাসে এ নজিরবিহীন। তবে সাম্প্রতিক বয়কট ট্রেন্ডে নাকি রীতিমতো চিন্তায় রয়েছে ছবির প্রযোজকেরা। পরিচালক অয়নও বেজায় চিন্তিত। এত পরিশ্রম, এত রাত জাগা কি বৃথা যাবে? এ প্রশ্নই ভাবাচ্ছে তাঁদের। এরই মধ্যে স্টেকহোল্ডাররা কিছুটা হলেও ছবি নিয়ে আত্মবিশ্বাসী। তাঁদের মতে, “শুধু মানুষের মনেই না বক্স অফিসেও এই ছবি জায়গা করে নিতে বাধ্য”। হিন্দুপুরাণ ও দেবদেবতার সঙ্গে আধুনিকতা যোগসূত্র নিয়েই এই ছবির প্রথম পর্ব তৈরি করেছেন অয়ন। হলিউডে মার্ভেল ও ডিসি সিরিজ সারা বিশ্বে জনপ্রিয়। তবে বলিউডে সুপারহিরো নিয়ে ছবি তৈরি হলেও এমনটা দেখা যায়নি। প্রাচীনযুগ থেকে নানা অস্ত্র ও তা দিয়ে সংহারের গল্প তো সকলেরই জানা। এবার সেই অস্ত্র নিয়েই এক ‘অস্ত্রাভার্স'(অস্ত্র ও ইউনিভার্স) গড়ে তোলার চেষ্টায় পরিচালক ও টিম।

ছবির স্টারকাস্ট ও তুখোড়। মুখ্য চরিত্রে রণবীর-আলিয়া। রয়েছেন অমিতাভ বচ্চন ও দক্ষিণী সুপারস্টার নাগার্জুনাও। এখানেই কি শেষ? বিশেষ চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। এই সব প্রথম সারির অভিনেতাদের মধ্যেই আবার জায়গা করে নিয়ে কোচবিহারের মেয়ে মৌনী রায়ও। আলিয়া ভাট অন্তঃসত্ত্বা। তবু এই অবস্থাতেই ছবির প্রচারে প্রায় প্রতিদিনই বের হতে দেখা যাচ্ছে তাঁকে। কখনও বেবিবাম্প নিয়েই আইআইটি, মুম্বইয়ে গিয়ে গান গেয়ে আসেছেন আবার কখনও বা প্রচারের কারণে পৌঁছে যাচ্ছেন সংবাদমাধ্যমের ফ্লোরে। অনেক টাকাম অনেক পরিশ্রম যাতে বিফলে না যায় তা নিয়ে তৎপর তাঁরা। আপাতত অপেক্ষা ৯ সেপ্টেম্বর অবধি। তারপরেই মুক্তি পাবে এই ছবি।