AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

EURO 2020 : প্রি কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি? দেখে নিন একঝলকে

প্রি কোয়ার্টার ফাইনালে ৩টি ম্যাচ হতে চলেছে সবচেয়ে আকর্ষণীয়।

EURO 2020 : প্রি কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি? দেখে নিন একঝলকে
এবার শুরু ইউরোর প্রিকোয়ার্টার ফাইনাল
| Edited By: | Updated on: Jun 24, 2021 | 7:40 AM
Share

জুরিখঃ শেষ ইউরোর(Euro 2021) গ্রুপ পর্বের ম্যাচ। এবার সবার নজর প্রি কোয়ার্টার ফাইনালের(PRE QUARTER FINAL) দিকে। শেষ ১৬-র লড়াইয়ে কোন দল কার মুখোমুখি দেখে নেব এক ঝলকে।

২৬শে জুন থেকে শুরু হচ্ছে শেষ ১৬-র ম্যাচ।  ভারতীয় সময় রাত সাড়ে নটায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে ওয়েলস(WALES) ও ডেনমার্ক(DENMARK)। সেদিনই ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় ইতালির(ITALY) মুখোমুখি হবে অস্ট্রিয়া(AUSTRIA)।

FIXTURE OF EURO PRE QUARTER FINAL

এক নজরে দেখে নিন, প্রি কোয়ার্টার ফাইনালের সূচি

প্রি কোয়ার্টার ফাইনালে ৩টি ম্যাচ হতে চলেছে সবচেয়ে আকর্ষণীয়। এক,বেলজিয়াম বনাম পর্তুগাল।  ২৭শে জুন ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় হবে এই ম্যাচ। ২৮শে জুন রাত সাড়ে ৯টায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে স্পেন। ২৯শে জুন অপর হাইভোল্টেজ প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে জার্মানি। ভারতীয় সময় রাত সাড়ে ৯টায় হবে এই ম্যাচ।

তাহলে এখন থেকেই তৈরি হয়ে নিন। কোন ম্যাচে আপনি রাত জাগবেন, প্ল্যান করে নিন আজই।