GT IPL 2022 Auction: প্রথম দিনের নিলামে একঝলকে গুজরাত টাইটান্স

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Feb 12, 2022 | 10:10 PM

Gujarat Titans Auction Players: গত আইপিএলের শুরুতে জেসন রয়কে খেলতে দেখা যায়নি। তবে শেষের দিকে সানরাইজার্স হায়দরাবাদ তাঁকে কয়েকটা ম্যাচে খেলায়। আর সেখানেই দুরন্ত পারফর্ম করেন ইংল্যান্ডের এই ওপেনার। ২০১৯ সালে সামিকে দলে নেয় পঞ্জাব কিংস। আইপিএলে এখনও পর্যন্ত ৭৯ ম্যাচ খেলেন সামি।

GT IPL 2022 Auction: প্রথম দিনের নিলামে একঝলকে গুজরাত টাইটান্স
গুজরাত টাইটান্স। ছবি: টুইটার

Follow Us

বেঙ্গালুরু: এ বারই আইপিএলে (IPL) প্রথম বার খেলতে দেখা যাবে গুজরাত টাইটান্সকে (Gujarat Titans)। ফ্র্যাঞ্চাইজি সমস্যা কাটিয়ে দলগঠনে অনেক দেরিতে হাত লাগায় আমেদাবাদের ফ্র্যাঞ্চাইজি। ড্রাফটিংয়ের মাধ্যমে শুভমন গিল (৮ কোটি), হার্দিক পান্ডিয়া (১৫ কোটি), রশিদ খান (১৫ কোটি) এই তিন ক্রিকেটারকে আগেই দলে নেয় গুজরাত টাইটান্স। আইপিএল ২০২২ নিলামে (IPL 2022 Auction) গুজরাতের টেবিলে ছিলেন দলের কোচ গ্যারি কার্স্টেন। ছিলেন আশিস নেহরাও। ইংলিশ ওপেনার জেসন রয়কে নেওয়ায় ওপেনিং স্লট কিছুটা হলেও শক্তিশালী হল গুজরাতের। অন্যদিকে থাকবেন শুভমন গিল। যদিও বড় শট নেওয়ার ক্ষেত্রে সে ভাবে দক্ষতা দেখাতে ব্যর্থ শুভমন। তবে স্ট্রাইকিং রেট ভালো। একই সঙ্গে লকি ফার্গুসনকে ১০ কোটি টাকায় কেনে গুজরাত। তবে নিলামের শুরুতেই মার্কি ক্রিকেটার মহম্মদ সামিকে ৬.২৫ কোটি টাকায় দলে নেয় আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি দল। তাতে দলের বোলিং বিভাগ অনেকটাই মজবুত হয়ে যায়।

 

গত আইপিএলের শুরুতে জেসন রয়কে খেলতে দেখা যায়নি। তবে শেষের দিকে সানরাইজার্স হায়দরাবাদ তাঁকে কয়েকটা ম্যাচে খেলায়। আর সেখানেই দুরন্ত পারফর্ম করেন ইংল্যান্ডের এই ওপেনার। ২০১৯ সালে সামিকে দলে নেয় পঞ্জাব কিংস। আইপিএলে এখনও পর্যন্ত ৭৯ ম্যাচ খেলেন সামি। ২০১৯ আর ২০২১ আইপিএলে ১৯ উইকেট নেন। ২০২০ আইপিএলে তাঁর ঝুলিতে আসে ২০ উইকেট। তার আগে অবশ্য সামির রেকর্ড সে ভাবে ভালো ছিল না। নিয়মিত ম্যাচও খেলতেন না। তার আগে ৫ বছরে ৩৫ ম্যাচে ২১ উইকেট নেন সামি। তবে শেষ তিনটে বছর ভারতীয় পেসারের পারফরম্যান্স নিঃসন্দেহে তারিফযোগ্য।

 

লকি ফার্গুসন কেকেআরের হয়ে আইপিএলে ভালোই পারফর্ম করেছেন। তাঁকে নেওয়ায় দলের বোলিং বিভাগে শক্তি বাড়ল। অলরাউন্ডার রাহুল তেওয়াটিয়াকে ৯ কোটি টাকায় দলে নিল গুজরাত। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে নজর কাড়েন তেওয়াটিয়া। তারই সুবাদে আইপিএলে নিলামের মঞ্চে দর বাড়ে। হার্দিক পান্ডিয়ার পাশাপাশি রাহুল তেওয়াটিয়ার মতো অলরাউন্ডার থাকায় লোয়ার মিডল অর্ডারে শক্তি বাড়ল গুজরাতের। আনক্যাপড ব্যাটার অভিনব সদারঙ্গানিকে ২ কোটি ৬০ লক্ষ টাকায় নিল গুজরাত। আনক্যাপড স্পিনার নুর আহমেদকে কিনল ৩০ লক্ষ টাকায়। শেষ বেলায় সাই কিশোরকে ৩ কোটি টাকায় কিনল গুজরাত লায়ন্স। ২০ লক্ষ টাকা বেস প্রাইস ছিল সাইয়ের। দ্বিতীয় দিনের নিলামে আরও কিছু গুণগত ক্রিকেটারকে ছিনিয়ে নেওয়াই চ্যালেঞ্জ গুজরাতের। তাঁদের ঝুলিতে রইল  ১৮.৮৫ কোটি টাকা।

 

আরও পড়ুন: DC IPL 2022 Auction: প্রথম দিনের নিলামে একঝলকে দিল্লি ক্যাপিটালস

 

Next Article