DC IPL 2022 Auction: প্রথম দিনের নিলামে একঝলকে দিল্লি ক্যাপিটালস

Delhi Capitals Auction Players: ডেভিড ওয়ার্নারকে নেওয়ার পাশাপাশি ৬.৫০ কোটি টাকায় মিচেল মার্শকে দলে নিল দিল্লি ক্যাপিটালস। অজি অলরাউন্ডার অবশ্যই ফ্যাক্টর আইপিএলের মঞ্চে। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত পারফর্ম করেন মার্শ। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও স্বাচ্ছন্দ্য।

DC IPL 2022 Auction: প্রথম দিনের নিলামে একঝলকে দিল্লি ক্যাপিটালস
দিল্লি ক্যাপিটালস। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Feb 12, 2022 | 9:39 PM

বেঙ্গালুরু: শেষ তিন বছর দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) পারফরম্যান্স বেশ ঈর্ষণীয়। আইপিএল (IPL) চ্যাম্পিয়ন হতে না পারলেও একবারের রানার্স আপ আর দু’বার প্লে অফে পৌঁছয়। ঋষভ পন্থ, পৃথ্বী শ, অক্ষর প্যাটেল আর এনরিখ নর্টজেকে রেখে দিয়েই আইপিএল ২০২২ নিলামের (IPL 2022 Auction) আসরে নামে দিল্লি ক্যাপিটালস। ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, শার্দূল ঠাকুরদের তুলে নিয়ে নিলামের প্রথম দিনই বেশ শক্তিশালী দল গড়ল দিল্লি। ওপেনিং স্লটে সমস্যা মেটার পাশাপাশি টপ অর্ডার এবং অলরাউন্ডার বিভাগও শক্তিশালী হল। শিখর ধাওয়ান হাতছাড়া হওয়ায় অভিজ্ঞ ওয়ার্নার অবশ্যই ফ্যাক্টর হবেন এই দিল্লি দলে। এছাড়া ওয়ার্নারের অভিজ্ঞতা দিল্লির তরুণ ক্রিকেটারদেরও কাজে লাগবে। ৬.২৫ কোটি টাকায় ডেভিড ওয়ার্নারকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস। ২ কোটি টাকায় কেএস ভরতকেও নিল পন্থের দল।

ডেভিড ওয়ার্নারকে নেওয়ার পাশাপাশি ৬.৫০ কোটি টাকায় মিচেল মার্শকে দলে নিল দিল্লি ক্যাপিটালস। অজি অলরাউন্ডার অবশ্যই ফ্যাক্টর আইপিএলের মঞ্চে। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত পারফর্ম করেন মার্শ। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও স্বাচ্ছন্দ্য। ১০.২৫ কোটি টাকায় শার্দূল ঠাকুরকে কেনে দিল্লি। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে দুরন্ত পারফর্ম করেন শার্দূল। ভারতীয় দলের জার্সিতেও চমৎকার পারফর্ম করে চলেছেন এই বোলার অলরাউন্ডার। ফলে নিশ্চিতভাবেই দিল্লি অনেক শক্তিশালী হল।

একই সঙ্গে ২ কোটি টাকায় মুস্তাফিজুর রহমান আর কুলদীপ যাদবকেও ২ কোটি টাকায় কেনে দিল্লি ক্যাপিটালস। নর্টজে, মিচেল মার্শ, শার্দূল ঠাকুরের পাশাপাশি বাংলাদেশের বাঁ-হাতি জোরে বোলার আইপিএলে অবশ্যই ফ্যাক্টর। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে গত ২ বছর ভালোই পারফর্ম করেন তিনি। মুস্তাফিজুরের অফ কাটার অনেক ক্ষেত্রেই বিপদে ফেলে দেয় ব্যাটারদের। চায়নাম্যান কুলদীপ যাদবকে ২ কোটি টাকায় কিনল দিল্লি ক্যাপিটালস। কেকেআরের হয়ে গত দু’বছর সাফল্য না থাকলেও চোট সারিয়ে আবারও মাঠে ফিরেছেন কুলদীপ। জাতীয় দলের জার্সিতেও কামব্যাক করেছেন। পন্থের বিকল্প উইকেটকিপার হিসেবে কেএস ভরতকে দলে নেওয়াও দিল্লির মাস্টারস্ট্রোক। কমলেশ নাগারকোটিকে ১ কোটি ১০ লক্ষ টাকায়, সরফরাজ খান, অশ্বিন হেরবারকে ২০ লক্ষ টাকায় নেয় দিল্লি। দ্বিতীয় দিনের নিলামে বসার আগে দিল্লি ক্যাপিটালসের ঝুলিতে রইল ১৬.৫০ কোটি টাকা।

আরও পড়ুন: IPL 2022 Auction: ২০ লক্ষ থেকে ১০ কোটি উঠল আইপিএলের সেরা বোলার হর্ষল প্যাটেলের