মম্বই: দুই নতুন দলের লড়াইয়ে মূল ফোকাসটা ছিল কেএল রাহুল (KL Rahul), হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দিকে। রাহুল প্রথম বলে আউট। লখনউয়ের হাল ধরেছিলেন ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞ দীপক হুডা ও অনামি এক তরুণ ক্রিকেটার আয়ুষ বাদোনি (Ayush Badoni)। রশিদ খানকে সুইপ করে ছক্কা হাঁকাতে দম লাগে। আয়ুষের ইনিংসের রেশ তখনও কাটেনি। গুজরাত টাইটান্সের (Gujrat Titans) আর এক অনামি ঝড় তুলে দিলেন। অভিনব মনোহর (Abhinav Manohar)। আইপিএলে অভিষেক ম্যাচে অপরাজিত ১৫ রানের ইনিংস, স্কোর বোর্ড এটাই দেখাচ্ছে। কিন্তু স্কোর বোর্ড কি সব কথা বলে। স্কোর বোর্ড বলেছে না, জিততে হলে ৬ বলে ১১ রানের পাহাড় ছিল সামনে। আর অবিশ্বাস্য চাপ নিয়ে ২২ গজে ছিলেন তরুণ ক্রিকেটার। উল্টো দিকে বোলার গত মরসুমে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি আবেশ খান। চাপ থাকাটাই স্বাভাবিক। অন্য যে কোনও ক্রিকেটার এই অবস্থায়, উল্টো দিকে থাকা সেট ব্যাটারকে সিঙ্গেল নিয়ে স্ট্রাইক দেবেন। কিন্তু মনোহর কী করলেন? আবেশ খানকে সপাটে চালালেন। একটা মিড উইকেট দিয়ে, আর একটা কভার দিয়ে। সঙ্গে ম্যাচটা ছিনিয়ে নিলেন লখনউয়ের মুঠো থেকে। খেলার শেষে আয়ুষ বাদোনিকে নিয়ে যতটা কথা হল তার থেকেও যেন বেশি কথা আর এক নবাগত মনোহরকে নিয়ে।
ম্যাচ শেষে গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক বলছেন, “প্রতিভার জন্যই ওর নামটা আগামী দিনে আরও বেশি করে শুনতে পাবেন।” হার্দিক তাঁর অধিনায়কত্বের প্রথম ম্যাচে এটা বুঝিয়ে দিয়েছেন, দলের তরুণদের ওপর আস্থা রাখতে তৈরি তিনি। ম্যাচটা যখন এসপার ওসপার, তখন যে কোনও অধিনায়ক অভিজ্ঞ রশিদ খানকে ব্যাট হাতে মাঠে নামাবে। কারণ রশিদ এমন পরিস্থিতিতে একাধিক ম্যাচ জিতিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। কিন্তু হার্দিক যে নিজের মতোই ফ্ল্যামবয়েন্ট।
কে এই অভিনব মনোহর? বেঙ্গালুরুর ছেলে। বয়েস ২৭ বছর। ব্যাট হাতে তাঁকে কাল দেখেছে ভারতীয় ক্রিকেট, কিন্তু প্রয়োজনে হাতও ঘোরাতে পারেন মনোহর। চলতি মরসুমেই প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছে তাঁর। কর্নাটকের হয়ে তামিলনাড়ুর বিরুদ্ধে মাঠে নামেন অভিনব। টি-২০ কেরিয়ারে এখনও পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে খেলেছিলেন ৫টি ম্যাচ। আর এই পাঁচ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ১৭৭ রান। স্ট্রাইকরেট, ১৫৩.৯১। ঘরোয়া ক্রিকেটে এই দাপটটাই নিলামে তাঁর ওপর আস্থা রাখার কারণ। ঘরোয়া ক্রিকেটের ছন্দেই বিশ্বের এক নম্বর টি-২০ লিগে নিজের কেরিয়ারটা শুরু করলেন অভিনব। ক্রিকেট মহল বলছে, মনোহরে মন মজেছে গুজরাতের।
আরও পড়ুন : IPL 2022: লখনউয়ের অধিনায়কের চোখে দলের কোন তরুণ ‘বেবি এবি’ জানেন?