Mary Kom Exclusive: মরে গেলে হত বেশি ভাল: মেরি কম
রবিবার সন্ধ্যেয় সাংবাদিকদের মুখোমুখি মেরি কম। অতীতে মহিলাদের খেলাধুলোর প্রতিকুল, কঠিন দিনের কথা মনে করে বক্সিং চ্যাম্পিয়নের চোখের কোণায় জল চিকচিক।
রবিবার সন্ধ্যেয় সাংবাদিকদের মুখোমুখি মেরি কম। অতীতে মহিলাদের খেলাধুলোর প্রতিকুল, কঠিন দিনের কথা মনে করে বক্সিং চ্যাম্পিয়নের চোখের কোণায় জল চিকচিক। রাজধানী তোলপাড়। মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থা ও অপমানের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে বসেছেন দেশের চ্যাম্পিয়ন খেলোয়াড়রা। পিটি ঊষা বলেছেন, অ্যাথলিটদের এই বিক্ষোভ দেশকে কলঙ্কিত করছে। এই পরিস্থিতিতে মেরি কমের কাছে প্রশ্ন আসবেই। কারণ কুস্তি সংস্থার সভাপতির বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে যে তদন্ত কমিটি তৈরি করেছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন, তার চেয়ারম্যান মেরি কম। কিন্তু আশ্চর্যজনক ভাবে সাংবাদিক সম্মেলনের শুরুতেই আয়োজকরা বলে দিলেন কোনও বিতর্কিত প্রশ্ন করা যাবে না বক্সিং লেজেন্ডকে। মেরিও বর্তমান ভুলে, তাঁর অতীত গৌরব গাথায় ডুব দিলেন। গত বছর কমনওয়েলথ গেমসের ট্রায়ালের সময়ে চোট পান মেরি। রিঙে ফেরার চেয়েও কি মেরির কাছে কঠিন বর্তমান সময়টা? মেরি কলকাতায় এসেছিলেন একটি অলঙ্কার সংস্থার পুরষ্কার নিতে। এর আগে মান্না দে থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়, আশা ভোঁসলে, গুলজার, মহাশ্বেতা দেবী, সুনীল গাভাসকর, কপিল দেবের মতো কিংবদন্তিরা পেয়েছেন এই পুরস্কার। মেরি কমকে একটি সুদৃশ্য বক্সিং গ্লাভসের আদলে ট্রফি ও কুড়ি লক্ষ টাকার আর্থিক পুরস্কার দেওয়া হয়। মঞ্চে হাজির ছিলেন ইংলিশ বিলিয়ার্ডসের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন গীত শেঠি। ভারতের বর্তমান প্রজন্মের বক্সার নিখাত জারিন, নীতু ঘাংঘাস কিংবা লভলিনা বংগোহাঁই প্রত্যেককেই তাঁদের ভবিষ্যৎ নিয়ে সতর্ক করলেন মেরি। বললেন সাফল্যের পর দম্ভ মানুষকে শেষ করে দেয়। ছোটদের মধ্যেও এই বীজমন্ত্র বুনে দিচ্ছেন মেরি তাঁর অ্যাকাডেমিতে।