Panchayat Election 2023: বাড়ি বাড়ি দুধ দেন তৃণমূল প্রার্থী
তৃণমূলের বিরুদ্ধে বিরোধীদের একটি কমন স্লোগান চোর। মিনতি সাঁতরা প্রার্থীর সম্পর্কে কেউ ঘুণাক্ষরেও বলেন না। দুবার জিতেছেন। এবারও তিনি তৃণমূল প্রার্থী। টালির চালের বাড়িতে গোয়াল ঘরে দুধ দুইছেন দিদি। প্রতিদিনের ডিউটি।
তৃণমূলের বিরুদ্ধে বিরোধীদের একটি কমন স্লোগান। চোর। কিন্তু এই তৃণমূল প্রার্থীর সম্পর্কে কেউ ঘুণাক্ষরেও বলেন না। দুবার জিতেছেন।এবারও তিনি প্রার্থী। আমরা পৌঁছলাম প্রার্থীর টালির চালের বাড়িতে। গোয়াল ঘরে দুধ দুইছেন দিদি। প্রতিদিনের ডিউটি। মিনতি সাঁতরা, তৃণমূল প্রার্থী বলেন পরিবারের কাজ সামলাই। চাষের কাজ। বাড়ি বাড়ি দুধ দেওয়ার কাজ। আর পঞ্চায়েত আমার বৃহৎ পরিবার কারও কাকী। কারও আবার দিদা। কেউ বলেন বড়মা।উৎপল ঘোষ ,তৃণমূল নেতা বলেন দল দুর্নীতির বিরুদ্ধে। কেউ কেউ অন্যায় করেছে মানে সবাই খারাপ নয়। আমাদের গ্রামে গঞ্জে লুকিয়ে থাকা এরকম মিনতিদির মত নেত্রীরাই আসল সম্পদ দলের।