Shaktimaan: ৯০-এর স্মৃতি উস্কে আসছে ‘শক্তিমান’, এবার বড় পর্দায়!

১৯৯৭ সালের ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল শক্তিমানের পথ চলা। চলেছিল প্রায় আট বছর। ওই ধারাবাহিকের শেষ এপিসোড সম্প্রচারিত হয়েছিল ২৭ মার্চ ২০০৫।

Shaktimaan: ৯০-এর স্মৃতি উস্কে আসছে 'শক্তিমান', এবার বড় পর্দায়!
মুকেশ খান্না।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 11, 2022 | 9:48 AM

ওদের ব্যাটম্যান আছে, আছে সুপারম্যান, ক্যাটওম্যান, আর আমাদের শক্তিমান— যার সঙ্গে জড়িয়ে ৯০ দশকের নস্টালজিয়া, মায়ের বকুনি, হোমওয়ার্ক মিসের নানা আখ্যান। ভারতের এই সুপারহিরো এবার আসতে চলেছে বড় পর্দায়। দেখা যাবে সিনেমার আকারে। এমনটাই জানাচ্ছেন, ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ।

বৃহস্পতিবার রাতে একটি টুইট করেছেন তরণ। সেখানেই সিনেমার প্রথম ঝলক শেয়ার করে তিনি লিখেছেন, “এই বার শক্তিমান আসতে চলেছে বড় পর্দায়। আদপে ট্রিলোজির আকারে তৈরি হবে এই সিনেমা।” মূখ্য ভূমিকায় কে থাকবেন? শক্তিমানের নাম ভূমিকায় অভিনয় করা মুকেশ খান্নাকেই কি দেখা যাবে আরও একবার? জানা যাচ্ছে মুকেশ সম্ভবত নন। তার বদলে ভারতের অন্যতম সুপারস্টারকেই নাকি দেখা যাবে নামভূমিকায়। পরিচালকও নাকি বেশ উঁচু দরের। তবে শক্তিমানের ভূমিকায় তিন খান নাকি অন্য কোনও নিউএজ স্টার, তা এখনও জানা যায়নি। তবে মুকেশ খান্নাকে দেখা যাবে প্রযোজকের ভূমিকায়। ওই ছবির প্রধান প্রযোজক সোনি পিকচারস।

১৯৯৭ সালের ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল শক্তিমানের পথ চলা। চলেছিল প্রায় আট বছর। ওই ধারাবাহিকের শেষ এপিসোড সম্প্রচারিত হয়েছিল ২৭ মার্চ ২০০৫। যে সময় শক্তিমান পথ চলা শুরু করে সে সময় এ দেশে সুপারহিরো কনসেপ্ট এতটা গাঢ় ছিল না। তাই শক্তিমানই ছিলেন ‘ফিকশনাল মুশকিল আসান’। মুকেশ খান্নার ছাড়াও ওই ধারাবাহিকে দেখা যেন কিটু গিদওয়ানি, গজেন্দ্র চওহানকেও। সত্যিই ছিল শক্তিমানের ধর্ম। সে পুজো করতো ওম চিহ্নকে।

সেই ইমোশনই ফিরছে আরও একবার। ভারতীয়দের রন্ধ্রে গেঁথে যাওয়া সুপারহিরো কি বক্স অফিসে জায়গা করে নিতে পারবে, তা অবশ্য বলবে সময়।

আরও পড়ুন- Bengali Serial TRP: প্রথম তিনেও রইল না ‘মিঠাই’! বাংলা পেল নতুন টপারকে

আরও পড়ুন- Adrit Roy Exclusive: যারা নিজের ইচ্ছেয় বিয়ে দিচ্ছিল তারাই বিয়ে ভেঙে দিয়েছে: আদৃত রায়

View this post on Instagram

A post shared by Taran Adarsh (@taranadarsh)