Murshidabad Migrant Workers: উড়ে গিয়েছে তালপাতার ঘর, তামিলনাড়ুতে আটকে পড়া বাংলার ছেলেদের শোচনীয় অবস্থা

Murshidabad Migrant Workers: শ্রমিকরা ফোনে তাঁদের পরিবারের সদস্যদের জানিয়েছেন,  খাবার জুটছে না। মালোপাড়ার রাজিবুল সেখ বলেন, পায়েল সেখ,সোহেল সেখ, টিটু সেখ-সহ চার জন তামিলনাড়ুর কোডাঙ্গালুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় একটি তাল পাতার ঘরে আশ্রয় নিয়েছেন।

Murshidabad Migrant Workers: উড়ে গিয়েছে তালপাতার ঘর, তামিলনাড়ুতে আটকে পড়া বাংলার ছেলেদের শোচনীয় অবস্থা
আটকে পড়া পরিযায়ী শ্রমিকরাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 07, 2023 | 4:54 PM

মুর্শিদাবাদ: ঘূর্ণিঝড়ের দাপটে তামিলনাড়ুতে আটকে রয়েছেন মুর্শিদাবাদের বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিক। বাড়ি ফেরার জন্য প্রশাসনের কাছে কাতর আর্জি জানিয়েছেন তাঁরা। রবিবার থেকে টানা বৃষ্টি- ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত তামিলনাড়ুর বেশ কিছু এলাকা। সেখানে পেটের টানে কাজে গিয়েছিলেন মুর্শিদাবাদের বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিক। তাঁদের মধ্যে বেশ কিছু শ্রমিকের খোঁজ পাওয়া  গিয়েছে হরিহরপাড়ার পদ্মনাভপুর, মালোপাড়া এলাকার প্রায় ২০ জন শ্রমিক। এই মুহূর্তে তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় আটকে রয়েছেন।

শ্রমিকরা ফোনে তাঁদের পরিবারের সদস্যদের জানিয়েছেন,  খাবার জুটছে না। মালোপাড়ার রাজিবুল সেখ বলেন, পায়েল সেখ,সোহেল সেখ, টিটু সেখ-সহ চার জন তামিলনাড়ুর কোডাঙ্গালুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় একটি তাল পাতার ঘরে আশ্রয় নিয়েছেন। গত রবিবার ওই তালপাতার ঘরেই ছিলেন তাঁরা। কিন্তু ঘরে জল ঢুকতে মাথায় ত্রিপল দিয়ে দু’দিন কাটিয়েছেন তাঁরা। তিনদিন ধরে ভাত জোটেনি, শুকনো মুড়ি-চানাচুর খেয়ে কোনও মতে দিন কাটাতে হয়েছে। বুধবার বৃষ্টি না হলেও রাস্তার জল কমছে না। ফলে জলবন্দি অবস্থায় তাঁরা। প্রশাসনের সাহায্যে তাঁরা বাড়ি ফেরার কাতর আবেদন জানাচ্ছেন।

জেলা প্রশাসনের কাছে ভিডিয়ো বার্তায় বাড়ি ফেরার জন্য সাহায্যের আবেদন করেছেন তাঁরা। তাঁদের দ্রুত ফেরানোর আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।