One Nation, One Election: কোবিন্দের নেতৃত্বে ‘এক দেশ, এক ভোট’ নিয়ে প্রথম বৈঠক সম্পন্ন, কী সিদ্ধান্ত গৃহীত হল?
One Nation, One Election: লোকসভা ও সব রাজ্যের বিধানসভা ভোট একসঙ্গে করানোর লক্ষ্যে 'এক দেশ, এক ভোট' করার প্রস্তাব দিয়েছে কেন্দ্র। যদিও কেন্দ্রের এই প্রস্তাবের বিরোধিতা করেছে 'ইন্ডিয়া' জোটে থাকা বিরোধী দলগুলি। তাদের দাবি, কেন্দ্রের এই সিদ্ধান্ত 'দেশের গণতান্ত্রিক কাঠামোর জন্য বিপজ্জনক'।

নয়া দিল্লি: প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ramnath Kovind) নেতৃত্বে ‘এক দেশ, এক ভোট’ (One Nation, One Election) নিয়ে প্রথম বৈঠক সম্পন্ন হল দিল্লিতে। মূলত, ‘এক দেশ, এক ভোট’ নিয়ে যে উচ্চ পর্যায়ের কমিটি গঠিত হয়েছিল, সেই কমিটিরই প্রথম বৈঠক হল। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বৈঠকে প্রতিটি রাজনৈতিক দল এবং সংসদের সদস্যদের ‘এক দেশ, এক ভোট’ নিয়ে মতামত জানাতে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশের সংবিধান পর্যালোচনা করে এবং নির্বাচন সংক্রান্ত সমস্ত আইন খতিয়ে দেখেই ‘এক দেশ, এক নির্বাচন’ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে এদিনের বৈঠকে স্থির হয়েছে। এছাড়া বৈঠক শেষে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, দেশের সব রাজনৈতিক দল, যাদের সংসদে প্রতিনিধি আছে এবং যারা বিভিন্ন রাজ্যে সরকার পরিচালনা করছে এবং সব রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের ‘এক দেশ, এক নির্বাচন’ নিয়ে সুপারিশ ও মতামত জানতে এক-এক করে ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সমান্তরাল নির্বাচন প্রসঙ্গে আইন কমিশনের মতামত জানতে চাওয়া হবে বলে এদিনের বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
‘এক দেশ, এক ভোট’ নিয়ে ৮ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠিত হয়েছিল। সেই ৮ সদস্যের মধ্যে এদিন, কমিটির প্রথম বৈঠকে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যসভার প্রাক্তন বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ, অর্থ কমিশনের প্রাক্তন চেয়ারম্যান এন. কে সিং, লোকসভার প্রাক্তন সেক্রেটারি জেনারেল সুভাষ সি. কাশ্যপ এবং প্রাক্তন মুখ্য পর্যবেক্ষণ কমিশনার সঞ্জয় কোঠারি। আর বিশিষ্ট আইনজীবী হরিশ সালভে এই বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন। কেবল উপস্থিত ছিলেন না লোকসভায় কংগ্রেসের দলনেতা তথা পশ্চিমবঙ্গের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। যদিও তিনি যে এই প্রথম বৈঠকে থাকবেন না, তা আগেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে জানিয়েছিলেন। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালও এই বৈঠকে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, লোকসভা ও সব রাজ্যের বিধানসভা ভোট একসঙ্গে করানোর লক্ষ্যে ‘এক দেশ, এক ভোট’ করার প্রস্তাব দিয়েছে কেন্দ্র। যদিও কেন্দ্রের এই প্রস্তাবের বিরোধিতা করেছে ‘ইন্ডিয়া’ জোটে থাকা বিরোধী দলগুলি। তাদের দাবি, কেন্দ্রের এই সিদ্ধান্ত ‘দেশের গণতান্ত্রিক কাঠামোর জন্য বিপজ্জনক’। তাই বিষয়টি পর্যালোচনা করতে ৮ সদস্যের এক উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।





