Russia-Ukraine Conflict : পাল্টা জবাব মস্কোর, বাইডেন সহ একাধিক সিনিয়র আধিকারিকের উপর নিষেধাজ্ঞা জারি রাশিয়ার

Russia-Ukraine Conflict : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কন এবং আরও কয়েকজন সিনিয়র কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করল রাশিয়া। মস্কোর তরফে জানানো হয়েছে, শীর্ষস্তরের আধিকারিকদের "স্টপ লিস্টে" রেখেছে মস্কো।

Russia-Ukraine Conflict : পাল্টা জবাব মস্কোর, বাইডেন সহ একাধিক সিনিয়র আধিকারিকের উপর নিষেধাজ্ঞা জারি রাশিয়ার
গ্রাফিক্স : টিভি৯ বাংলা

| Edited By: অঙ্কিতা পাল

Mar 16, 2022 | 12:11 AM

মস্কো : রাশিয়ার নজর ইউক্রেনের উপর পড়ার পর থেকেই সরব হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি প্রথম থেকেই হুঁশিয়ারি দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। সুরও চড়িয়েছেন বহুবার। রাষ্ট্র সঙ্ঘের নিরাপত্তা পর্ষদে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাবও এনেছিলেন। ইউক্রেনে রাশিয়ার হামলার পর রাশিয়ার উপর বিভিন্ন আর্থিক নিষেধাজ্ঞাও জারি করেছিলেন বাইডেন। সম্প্রতি রাশিয়া থেকে তেল এবং প্রাকৃতিক গ্যাস আমদানিতেও নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকা। আন্তর্জাতিক বিশ্বে কার্যত কোণঠাসা হয়ে গিয়েছে রাশিয়া। এহেন পরিস্থিতিতে মঙ্গলবার পাল্টা চাল দিল রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কন এবং আরও কয়েকজন সিনিয়র কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করল রাশিয়া। মস্কোর তরফে জানানো হয়েছে, শীর্ষস্তরের আধিকারিকদের “স্টপ লিস্টে” রেখেছে মস্কো। এই তালিকায় থাকা আধিকারিকরা রাশিয়াতে প্রবেশ করতে পারবেন না।

এই “স্টপ লিস্টে” নাম রয়েছে ১৩ জন আধিকারিকের নাম রয়েছে। জো বাইডেন, ব্লিঙ্কন ছাড়াও নাম রয়েছে প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন, সিআইএ প্রধান উইলিয়াম বার্নস, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজ়ার জেক সুল্লিভানস প্রাক্তন সেক্রেটারি অফ স্টেট হিলারি ক্লিন্টন এবং অন্যান্যরা। এদিকে আমেরিকা বেলারুশের প্রেসিডেন্ট আলেজ়ান্ডার লুকাশেনকোর উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে। কারণ ইউক্রেনে রাশিয়ার হামলায় মস্কোকে মদত জুগিয়ে চলেছে বেলারুশ। এর পাশাপাশি বিভিন্ন সিনিয়র রাশিয়ার প্রতিরক্ষা আধিকারিকদের উপরও নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা।

ওয়াশিংটন রাশিয়ার আধিকারিকদের উপর নিষেধাজ্ঞা জারি করার পরই মস্কো বাইডেন সহ একাধিন সিনিয়র আধিকারিকদের উপর নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে ব্রিটেন ৩৭০ এর বেশি রাশিয়ানের উপর নতুন শাস্তি আরোপ করেছে। এবং রাশিয়াতে বিভিন্ন শৌখিন দ্রব্যসামগ্রী রপ্তানি নিষিদ্ধ করেছে। যদিও রাশিয়ার বিদেশ মন্ত্রক জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে সরকারি সম্পর্ক বজায় রাখা হয়েছে এবং যদি প্রয়োজন হলে ‘স্টপ লিস্টে’ থাকা আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হতে পারে।

আরও পড়ুন : Russia-Ukraine Conflict : ‘ইরাক থেকে আফগানিস্তান, কভার করেছেন বহু যুদ্ধ’, রুশ হামলায় ইউক্রেনে মৃত আরও এক সাংবাদিক