SSR Death: ‘বেশ্যা ছিলি বেশ্যাই থাকবি’, রিয়াকে সরাসরি আক্রমণ সুশান্তের দিদির?
SSR Death: বিস্ফোরক টুইট সুশান্তের দিদি প্রিয়াঙ্কা সিং রাজপুতের। নাম না করেই রিয়াকে যৌনকর্মী বললেন তিনি?
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রায় আড়াই বছর পর কাজে ফিরছেন রিয়া চক্রবর্তী। জনপ্রিয় শো এমটিভি রোডিজের গ্যাং লিডারের ভূমিকায় থাকবেন তিনি। ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে প্রোমো। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র প্রতিবাদ। ‘কেন রিয়া?’, প্রশ্ন তুলেছেন তাঁরা। এরই মধ্যে বিস্ফোরক টুইট সুশান্তের দিদি প্রিয়াঙ্কা সিং রাজপুতের। নাম না করেই রিয়াকে যৌনকর্মী বললেন তিনি? যদিও তাঁর দাবি, রিয়াকে উদ্দেশ্য করে তিনি এ কথা বলেননি। প্রিয়াঙ্কা টুইটে লিখেছেন, “তুমি কেন ভয় পাবে? তুমি তো বেশ্যা ছিলে, বেশ্যাই থাকবে। প্রশ্ন হল তোমার খদ্দের কারা? একমাত্র শাসকই তোমায় এই সাহস দিতে পারে।” প্রিয়াঙ্কার ওই টুইটের পরেই সোশ্যাল মিডিয়ায় ছড়ায় চাঞ্চল্য। এর পর আরও এক টুইট করেন তিনি। লেখেন, “আমি কাউকে উদ্দেশ্য করে এ কথা বলিনি। চারিপাশে যা ঘটছে তার বিরুদ্ধেই এ আমার ক্রোধ।” তবে দুইয়ে দুইয়ে চার করেছেন সুশান্তের ভক্তরা। এমটিভির তরফে যে প্রোমো প্রকাশিত হয়েছে তাতে রিয়াকে বলতে শোনা যায়, “কী ভেবেছিলেন? আর ফিরব না? ভয় পেয়ে যাব? ভয় তো অন্য কেউ পাবে। আমি না”। আর ঠিক এর পরেই প্রিয়াঙ্কার টুইটে ভয়ের উল্লেখ। তাই প্রিয়াঙ্কা না মানলেও নেটিজেনরা নিশ্চিত তাঁর ওই টুইট আদপে রিয়ারই উদ্দেশে।
১৪ জুন ২০২০– মৃত্যু হয়েছিল সুশান্ত সিং রাজপুতের। আর সেই সঙ্গেই আরও একজনের জীবন কার্যত তছনছ হয়ে যায়। তিনি রিয়া চক্রবর্তী। মাদক মামলায় জেল, সুশান্তকে আত্মহত্যার প্ররোচণার অভিযোগ থেকে শুরু করে তাঁর চরিত্রের কাঁটাছেঁড়া– একের পর এক সমালোচনার মুখে পড়ে নিজেকে অন্তরালে নিয়ে যান তিনি। তবে বলিউডের গুঞ্জন রিয়া এই মুহূর্তে সিঙ্গল নন। তাঁর প্রেমিকের নাম বান্টি সাজদেহ। কে এই বান্টি? কী তাঁর পরিচয়? কর্নারস্টোন স্পোর্ট নামক এক কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও হলেন এই বান্টি।কী করে এই কর্নারস্টোন স্পোর্ট? বিরাট কোহলি থেকে শুরু করে শিখর ধাওয়ান, রোহিত শর্মার মতো নামজাদা খেলোয়াড়দের ‘ম্যানেজ’ করে এই এজেন্সি। অর্থাৎ তাঁদের প্রতিটি পদক্ষেপ কী হবে, কীভাবে তাঁরা জনসংযোগ বজায় রাখবেন– এ সবই দেখার দায়িত্ব ওই সংস্থার। অন্যদিকে সুশান্ত মৃত্যুশোক এখন আগের থেকে ফিকে। কিন্তু এর মধ্যে এই টুইট! রিয়া যদিও উত্তর দেননি।
View this post on Instagram