কাঁথি: আগামিকাল পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সভা করতে চলেছে তৃণমূল কংগ্রেস (TMC)। যেখানে প্রধান বক্তা তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy) ও রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শুভেন্দুর তৃণমূল ত্যাগের পর এটাই দলের শীর্ষ নেতৃত্বের প্রথম সভা হতে চলেছে অধিকারী গড়ে। এর রাজনৈতিক গুরুত্ব কতটা তা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন পড়ে না। একধারে সেটা যেমন তৃণমূলের জন্য, অপরদিকে পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক প্রেক্ষাপটের জন্যও।
সূত্রের খবর, বুধবার এই সভা আয়োজনের পিছনে মূল ভূমিকা নিচ্ছেন পূর্ব মেদিনীপুরের রামনগরের বিধায়ক অখিল গিরি। যিনি স্থানীয় রাজনীতিতে পরিচিত অধিকারী পরিবার ‘বিরোধী’ হিসেবেই। তাৎপর্যপূর্ণ বিষয় হল, আগামিকালের সভা অধিকারী গড়ে হলেও সেই পরিবারের কেউ সেখানে উপস্থিত থাকবেন না বলেই জানা গিয়েছে।
তৃণমূলে বরিষ্ঠ সাংসদ শিশির অধিকারী অবশ্য সভার আমন্ত্রণ পেয়েছিলেন। কিন্তু তাঁর পায়ের সমস্যা রয়েছে। বিগত কদিন ধরেই অসুস্থতার কারণে তাঁকে কোনও রাজনৈতিক কর্মসূচি বা অনুষ্ঠানেও উপস্থিত থাকতে দেখা যায়নি। অন্যদিকে তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী এমন কোনও সভার কথাই জানেন না। তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি বলেই দাবি করেছেন তিনি। ফলে এই প্রথম তৃণমূলের শক্ত ঘাঁটি পূর্ব মেদিনীপুরে অধিকারী পরিবারের কোনও সদস্য ছাড়াই সভা করতে চলেছে তৃণমূল। যা অর্থবহ বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: ‘আমাকে কিন্তু ধোকলা খাওয়াতে হবে’, শাহি-প্রশ্নের জবাব দিয়ে আবদার মমতার
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এই সভার মাধ্যমে পরিষ্কারভাবেই একটা বার্তা দিতে চাইছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। সেটা হল- শুভেন্দুর দলবদলের পরই অধিকারী পরিবারের উপর আস্থার জায়গা ভিত নড়ে গিয়েছে দলের। তাই পূর্ব মেদিনীপুরে তৃণমূল মানেই যে তা অধিকারী সর্বস্ব নয়, তা জনগণকে বুঝিয়ে দেওয়া প্রয়োজন হয়ে পড়েছে। একই সঙ্গে দলের রাশও ক্রমশ অখিল গিরির হাতে তুলে দিয়ে তাঁকে সামনে নিয়ে আসা চেষ্টা করা হচ্ছে। কেননা, তৃণমূলের পক্ষ থেকেই একাধিকবার দাবি করা হয়েছে, শুভেন্দুর দলবদলে কোনও ক্ষতি হবে না। ফলে তা হাতেকলমে করে দেখানোই চ্যালেঞ্জ এখন তৃণমূলের।
আরও পড়ুন: দ্বাদশ শ্রেণির সব পড়ুয়াকে ১০ হাজার টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর