DIY Shampoo: চুল পড়া থেকে খুশকি, এই হোমমেড শ্যাম্পুতেই রয়েছে হাজারো সমস্যার সমাধান
Hair Care Tips: রাসায়নিক পণ্য যুক্ত শ্যাম্পু খুব বেশি কার্যকর হয় না। চুলকে রুক্ষ করে দেয়। কিন্তু ভেষজ শ্যাম্পু চুলের খেয়াল রাখে। বাজারচলতি হার্বাল শ্যাম্পুতেও ১০০ শতাংশ প্রাকৃতিক উপাদান থাকে না। ভাল মানের হার্বাল শ্যাম্পু ব্যবহার করতে চাইলে সেটা আপনাকেই বাড়িতে বানাতে হবে।

চুলের সমস্যার অন্ত নেই। ঋতু পরিবর্তন হলেও চুলের সমস্যা পিছু ছাড়ে না। বরং, একটার পর একটা সমস্যা যেন লেগেই থাকে। যে কারণে আপনিও সিরাম, হেয়ার মাস্ক নানা ধরনের জিনিস ব্যবহার করতেই থাকেন। তবে, একটা জিনিস কখনওই বাদ দেন না, তা হল শ্যাম্পু। চুলের যা-ই সমস্যা হোক না কেন, শ্যাম্পু সবসময় ব্যবহার করেন। আর এই উপাদানই আপনার চুলের হাজারো সমস্যার সমাধান করে দিতে পারে।
রাসায়নিক পণ্য যুক্ত শ্যাম্পু খুব বেশি কার্যকর হয় না। চুলকে রুক্ষ করে দেয়। কিন্তু ভেষজ শ্যাম্পু চুলের খেয়াল রাখে। বাজারচলতি হার্বাল শ্যাম্পুতেও ১০০ শতাংশ প্রাকৃতিক উপাদান থাকে না। ভাল মানের হার্বাল শ্যাম্পু ব্যবহার করতে চাইলে সেটা আপনাকেই বাড়িতে বানাতে হবে। আর হোমমেড শ্যাম্পু ব্যবহার করলে আলাদা করে কন্ডিশনার ব্যবহারেরও প্রয়োজন পড়ে না। বাড়িতে কীভাবে শ্যাম্পু বানাবেন, দেখে নিন।
অ্যালোভেরা শ্যাম্পু: ১/২ অ্যালোভেরা জেল, ১/৪ কাপ ডিস্টিলড ওয়াটার, ১ চামচ গ্লিসারিন, ১/২ চামচ ভিটামিন অয়েল একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণটি ব্লেন্ডারে মিক্স করে নিন। এরপর এই মিশ্রণের সঙ্গে ১/৪ কাপ লিক্যুইড সোপ মিশিয়ে ব্লেন্ড করে নিন। একদম শেষে এতে ৫-৭ ফোঁটা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে দিন। তৈরি শ্যাম্পু। শুধু কৌটোতে ঢালার আগে মিশ্রণটি ছেঁকে নিন। এই শ্যাম্পু চুল ও স্ক্যাল্প থেকে ময়লা পরিষ্কার করে দেবে। পাশাপাশি চুলের আর্দ্রতা ধরে রাখবে। ড্রাই হেয়ারে এই অ্যালোভেরার শ্যাম্পু ব্যবহার করতে পারেন।
মধুর শ্যাম্পু: মধুও চুলের যত্নে দুর্দান্ত কাজ করে। একটি বাটিতে ১ কাপ লিক্যুইড সোপ ও ১/২ কাপ জল ভাল করে মিশিয়ে দিন। এরপর এতে ১ চামচ মধু এবং যে কোনও এসেনশিয়াল অয়েল ৫-৭ ফোঁটা মিশিয়ে দিন। মিশ্রণটি ভাল করে ব্লেন্ড করে দিলেই তৈরি হোমমেড শ্যাম্পু। এই শ্যাম্পু চুলের ফ্রিজিনেস দূর করবে।
লেবুর শ্যাম্পু: যাঁদের চুল খুবই তৈলাক্ত, তাঁদের জন্য উপযোগী লেবুর শ্যাম্পু। ১ কাপ ডিস্টিলড ওয়াটার বা ফোটানো জলের সঙ্গে ১ চামচ বেকিং সোডা ভাল করে মিশিয়ে ফুটিয়ে নিন। মিশ্রণটি ঠান্ডা হলে এতে ১ চামচ পাতিলেবুর রস, ১০ ফোঁটা আমন্ড অয়েল ও ৫ ফোঁটা যে কোনও এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। মিশ্রণটি শ্যাম্পুর বোতলে ভরে ভাল করে ঝাঁকিয়ে নিন। এই হোমমেড শ্যাম্পু সবসময় অন্ধকার জায়গায় রাখবেন, যেখানে সূর্যের আলো ও তাপ পৌঁছায় না। এতে শ্যাম্পু ভাল থাকবে দীর্ঘদিন।
