Hand Tan Remove: কালো দু’হাতে মেখে নিন এই ঘরোয়া প্যাক, দীর্ঘ দিনের পড়া ট্যান উঠবে মাত্র ১০ মিনিটে

Home Remedies for Hand Tan: মুখে ট্যান পড়লে অস্থির হয়ে যান, তাকে পরিষ্কার করতে। কিন্তু মুখের থেকে বেশি ট্যান পড়ে দু'হাতে। সবসময় হাত ঢাকা পোশাক পরা সম্ভব হয় না। আর দিনের পর দিন ত্বক সূর্যালোকের সংস্পর্শে এসে হাত দুটো কালো হয়ে যায়।

Hand Tan Remove: কালো দু'হাতে মেখে নিন এই ঘরোয়া প্যাক, দীর্ঘ দিনের পড়া ট্যান উঠবে মাত্র ১০ মিনিটে
Follow Us:
| Updated on: Jul 10, 2024 | 11:32 AM

মুখে ট্যান পড়লে অস্থির হয়ে যান, তাকে পরিষ্কার করতে। কিন্তু মুখের থেকে বেশি ট্যান পড়ে দু’হাতে। সবসময় হাত ঢাকা পোশাক পরা সম্ভব হয় না। আর দিনের পর দিন ত্বক সূর্যালোকের সংস্পর্শে এসে হাত দুটো কালো হয়ে যায়। সূর্যের ইউভি রশ্মি মুখের ত্বকের জন্য যতটা ক্ষতিকর, হাতের জন্যও একই। তবে, হাত থেকে ট্যান তোলার উপায়ও রয়েছে। প্রাকৃতিক উপায়েই হাত থেকে ট্যান তুলতে পারেন।

হলুদ ও দুধের পেস্ট: হলুদের মধ্যে থাকা কারকিউমিন যৌগ, অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-ক্যানসার  উপাদান হিসেবে কাজ করে। কারকিউমিন মেলানিন উৎপাদন কমায়। ২ চামচ দুধের সঙ্গে ২ চামচ হলুদ মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এই মিশ্রণটি দু’হাতে মেখে ১৫ মিনিট বসে থাকুন। এরপর স্ক্রাব করে হাত ধুয়ে ফেলুন।

লেবুর রস ও চিনির স্ক্রাব: লেবুর রসে ভিটামিন সি রয়েছে, যা ত্বকে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান হিসেবে কাজ করে। এছাড়া লেবুর রসে অ্যাসিডিটিক উপাদান রয়েছে। এই উপাদান হাত থেকে ট্যান তুলতে উপকারী। ১ চামচ লেবুর রসের সঙ্গে ১ চামচ চিনি ত্বকে ৫-১০ মিনিট মিশিয়ে স্ক্রাব করুন।

শসা ও টক দইয়ের মাস্ক: শসার নির্যাস ত্বক থেকে ট্যান তুলতে এবং মেলানিন উৎপাদন কমাতে সাহায্য করে। আর টক দই ত্বককে মসৃণ করে তোলে। অর্ধেক শসা কুড়ে নিন। এতে ১ চামচ টক দই মিশিয়ে হাতে লাগান। ১০-১৫ মিনিট পর হাত ধুয়ে ফেলুন।

চন্দন গুঁড়ো ও গোলাপ জল: চন্দন গুঁড়ো দাগছোপ দূর করতে সাহায্য করে। আর গোলাপ জল ত্বকের সমস্যা কমাতে সাহায্য করে। ২ চামচ চন্দন গুঁড়োর সঙ্গে ১ চামচ গোলাপ জল মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে ফেলুন। এই মিশ্রণটি দু’হাতে ভাল করে মেখে নিন। এরপর ১০-১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

ওটমিল, মধু ও দইয়ের মাস্ক: ওটমিল ত্বক থেকে মৃত কোষ পরিষ্কার করতে সাহায্য করে। এই প্যাকটি ত্বক থেকে ট্যান তোলার পাশাপাশি হাত দু’টো নরম করে তুলবে। ২ চামচ ওটমিলের সঙ্গে ১ চামচ টক দই ও ১ চামচ মধু মিশিয়ে ত্বকের উপর লাগান। এরপর হালকা হাতে স্ক্রাব করুন। ৫-১০ মিনিট রাখুন। তারপর আবার স্ক্রাব করে হাত ধুয়ে ফেলুন।