AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chocolate Face Mask: ব্রণ সরে গিয়ে ত্বক হবে উজ্জ্বল, চকোলেট দিয়ে বাড়িতেই তৈরি করুন ফেসমাস্ক

Chocolate Mask for Health: ডার্ক চকলেটে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। এছাড়া এটি কোলাজেন উত্পাদন বৃদ্ধিতেও সহায়ক। তাই ডার্ক চকোলেটের ফেসমাস্ক ত্বককে কোমল ও উজ্জ্বল করে তুলতে সহায়ক। এছাড়া ত্বককে হাইড্রেটেড রাখতেও সাহায্য করে। বাড়িতেই চকলেটের সঙ্গে কিছু জিনিস মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন।

Chocolate Face Mask: ব্রণ সরে গিয়ে ত্বক হবে উজ্জ্বল, চকোলেট দিয়ে বাড়িতেই তৈরি করুন ফেসমাস্ক
প্রতীকী ছবি।
| Updated on: Jul 30, 2024 | 12:47 PM
Share

ত্বককে উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখতে অনেকেই বাজারের বিভিন্ন প্রসাধনী ব্যবহার করেন। তবে ঘরে থাকা অনেক প্রাকৃতিক উপাদান মুখে লাগিয়েই ত্বক উজ্জ্বল করে তুলতে পারেন। ত্বকের জেল্লা বাড়াতে চকোলেট মাস্ক খুব জনপ্রিয়। আপনি অবশ্যই বাজারের রেডিমেড চকোলেট মাস্ক ব্যবহার করেছেন। তবে আপনি এটি বাড়িতেই তৈরি করতে পারেন।

ডার্ক চকলেটে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। এছাড়া এটি কোলাজেন উত্পাদন বৃদ্ধিতেও সহায়ক। তাই ডার্ক চকোলেটের ফেসমাস্ক ত্বককে কোমল ও উজ্জ্বল করে তুলতে সহায়ক। এছাড়া ত্বককে হাইড্রেটেড রাখতেও সাহায্য করে। বাড়িতেই চকলেটের সঙ্গে কিছু জিনিস মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন।

কোকো পাউডার এবং মধু- এই পেস্টটি তৈরি করতে প্রথমে একটি পাত্রে ১ টেবিল চামচ কোকো পাউডার দিন। এর মধ্যে ১ চামচ মধু এবং এক চিমটি দারুচিনি যোগ করুন। এই তিনটি জিনিস মিশিয়ে একটি নরম পেস্ট তৈরি করুন। এটা মুখ এবং ঘাড়ে লাগান। তারপর ১৫-২০ মিনিট পর আপনার মুখ ধুয়ে ফেলুন।

নিস্তেজ ত্বকের জন্য ফেসমাস্ক- ব্রণে চকোলেট ফেসমাস্ক লাগানো উপকারী বলে প্রমাণিত। এটা বানাতে প্রথমে প্রাকৃতিক কোকো পাউডার নিন এবং তাতে সমপরিমাণ কফি পাউডার মিশিয়ে নিন। এবার এর মধ্যে দুধ বা নারকেল তেল যোগ করতে পারেন। এই সব উপাদান ভালো করে মিশিয়ে মুখে লাগান। ১০-২০ মিনিট রাখার পর জল দিয়ে পরিষ্কার করে নিন। টানা কয়েকদিন করলে ব্রণ উধাও হবে।

চকোলেট এবং কলা- চকলেট এবং কলা দিয়ে বানিয়ে নিন ফেসমাস্ক। এটি তৈরি করতে প্রয়োজন হবে ২ টেবিল চামচ কোকো পাউডার, ১টি পাকা কলা এবং ১ টেবিল চামচ মধু। এই ফেসপ্যাকটি তৈরি করতে প্রথমে কলাগুলিকে একটি পাত্রে ম্যাশ করুন যতক্ষণ না নরম হয়ে যায়। এবার কলার মধ্যে কোকো পাউডার এবং মধু যোগ করুন এবং ভালভাবে মেশান। এবার এটি মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

চকোলেট এবং ওটমিল- এই পেস্টটি তৈরি করতে প্রয়োজন হবে ২ টেবিল চামচ কোকো পাউডার, ২ টেবিল চামচ ওটমিল (মিহি করে গুঁড়ো) এবং ১ টেবিল চামচ দুধ বা বাদাম দুধ। প্রথমে একটি পাত্রে কোকো পাউডার এবং ওটমিল নিন। তারপর তার মধ্যে অল্প অল্প করে দুধ দিন। এবার ভাল করে মিশিয়ে মুখে লাগান। ১৫-২০ মিনিটের জন্য মুখে রেখে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।