AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Alia Bhatt: বার্লিনের মাটিতে ‘ফেক ফ্রেকলেস’ মেকআপে ‘গাঙ্গুবাই’! আপনিও ট্রাই করবেন নাকি আলিয়ার এই লুক?

বার্লিন, ডলসে অ্যান্ড গাব্বানা, সাদা পোশাক ছাড়াও আরও একটি বিষয় রয়েছে যা পুরো স্টাইল পরিবর্তন করে দিয়েছে আলিয়ার। তা হল 'ফেক ফ্রেকলেস মেকআপ'।

Alia Bhatt: বার্লিনের মাটিতে 'ফেক ফ্রেকলেস' মেকআপে 'গাঙ্গুবাই'! আপনিও ট্রাই করবেন নাকি আলিয়ার এই লুক?
ফেক ফ্রিকলেস মেকআপকে আলিয়া...
| Edited By: | Updated on: Feb 16, 2022 | 2:14 PM
Share

‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ (Gangubai Kathiawadi) সিনেমার প্রমোশনের কারণে পেজ থ্রির পাতায় শীর্ষে রয়েছেন আলিয়া ভাট(Alia Bhatt)। সিনেমার চরিত্রের কারণে তাঁকে যে কোনও ইভেন্ট বা প্রমোশনের কারণে সাদা শাড়ি ও ক্লাসিক লুকে দেখতে পাওয়া যাচ্ছে। আক্ষরিক অর্থে ইন্টারনেটে আলিয়ার এই লুক (Makeup Look) এখন বেশ ট্রেন্ডি হয়ে গিয়েছে। সম্প্রতি ছবির প্রিমিয়ারের জন্য উড়ে গেছেন বার্লিনে।

ভারতে মুক্তি পাওয়ার আগেই ৭২তম বার্লিন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। সেখানে ‘ডলসে অ্যান্ড গাব্বানা’-এর সাদা অফ-শোল্ডার গ্রাউনে নজর কাড়লেন আলিয়া ভাট। বার্লিন, ডলসে অ্যান্ড গাব্বানা, সাদা পোশাক ছাড়াও আরও একটি বিষয় রয়েছে যা পুরো স্টাইল পরিবর্তন করে দিয়েছে আলিয়ার। তা হল ‘ফেক ফ্রেকলেস মেকআপ’।

‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমার প্রমোশন জুড়ে আলিয়াকে দেখা গেছে সাদার সাজে। মিনিমাল মেকআপ লুক আর চুলে গোলাপ হচ্ছে ‘গাঙ্গুবাই’য়ের স্টাইল। সেই স্টাইলকেই বিদেশি ছোঁয়া দিয়েছেন বার্লিনের মাটিতে। আর মেকআপে এনেছে টুইস্ট। ভারতে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’এর প্রমোশনে ন্যুড মেকআপ করলেও, বার্লিন চলচ্চিত্র উৎসবে ফেক ফ্রেকলেস মেকআপকে বেছে নিয়েছেন আলিয়া।

View this post on Instagram

A post shared by Gangubai ?? (@aliaabhatt)

ডলসে অ্যান্ড গাব্বানার সাদা গ্রাউনের সঙ্গে পিচ শেডের মেকআপ করেছেন নায়িকা। পিচ শেডের আই মেকআপকে উজ্জ্বল দেখাচ্ছে তাঁকে। চোখের আইলাইনে সরু করে দিয়েছে ব্ল্যাক আইলাইনার। পরেছেন মাস্কারাও। ঠোঁটে রয়েছে পিচ ও কোরাল শেড সংমিশ্রণ। এমন লিপস্টিকের শেড সচারাচর দেখা যায় না। মেকআপ পুরোপুরি সাধারণ। শুধু নজর কেড়েছে নকল ফ্রেকলেস। মেকআপের দুনিয়ায় এখন এই নকল ফ্রেকলেস তৈরি বেশ জনপ্রিয় হয়েছে।

আপনিও চাইলে এই ফেক ফ্রেকলেস মেকআপ লুক তৈরি করতে পারবেন। কাজল পেনসিল নিয়ে আসতে আসতে ডট করুন মুখের ওপর। নাকের দু’পাশে এবং নাকের ওপর হালকা করে হালকা ডট দেবেন। যদি অল্প ফ্রিকলেস চান, তাহলে সেই মতোই ডট দিন। এরপর ব্লেন্ডার দিয়ে ভাল করে ব্লেন্ড করে নিন। এরপর ওপর দিয়ে লুস পাউডার ব্যবহার করে এটাকে সেট করে দিন। ব্যস তৈরি আপনার ফ্রেকলেস লুক।

View this post on Instagram

A post shared by Ami Patel (@stylebyami)

সঞ্জয় লীলা বনসালির প্রথম সিনেমা হিসেবে এটি বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হচ্ছে। তবে আলিয়ার এটি তৃতীয় সিনেমা। এর আগে ‘হাইওয়ে’ ও ‘গালি বয়’ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ বিভাগে প্রদর্শিত হয়েছিল এবং প্রশংসাও পেয়েছিল।

আরও পড়ুন: বসন্তের আমেজে সেজে উঠুন আপনিও! চোখে লাগুক রঙের নেশা

আরও পড়ুন: ঘরোয়া উপায়ে বাউন্সি চুল পেতে সেরা টিপস দিচ্ছেন আলিয়া ভাটের হেয়ার স্টাইলিস্ট!