Hair Colour Tips: বর্ষায় নজর কাড়তে কুমড়োর রঙে রাঙিয়ে তুলুন নিজের চুল!

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই মুহূর্তে সবচেয়ে বেশি যে হেয়ার কালারের চল রয়েছে তা হল পাম্পকিন স্পাইস হেয়ার ট্রেন্ড। এই মরসুমে ত্বকের টোন অনুযায়ী বেছে নিতে পারেন লালচে বা তামাটে হেয়ার কালার।

Hair Colour Tips: বর্ষায় নজর কাড়তে কুমড়োর রঙে রাঙিয়ে তুলুন নিজের চুল!
ছবিটি প্রতীকী
Follow Us:
| Edited By: | Updated on: Aug 21, 2021 | 1:19 PM

বর্ষাকালে সবচেয়ে বেশি উজ্জ্বল কী? রঙ। এই ঋতুতে বিভিন্ন ধরনের রঙের ব্যবহার সবচেয়ে বেশি উজ্জ্বল হয়। তবে অধিকাংশ মানুষই সানকিসড আবহাওয়া পছন্দ করেন। সোশ্যাল মিডিয়াতেও সানকিসড ইমেজেরই ট্রেন্ড। তবে চুলের রঙের বিষয়ে যদি কিছু প্ল্যান করে থাকেন, তাহলে এই প্রতিবেদন তাঁদের জন্য। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই মুহূর্তে সবচেয়ে বেশি যে হেয়ার কালারের চল রয়েছে তা হল পাম্পকিন স্পাইস হেয়ার ট্রেন্ড। এই মরসুমে ত্বকের টোন অনুযায়ী বেছে নিতে পারেন লালচে বা তামাটে হেয়ার কালার।

গায়ের রঙ ফর্সা হলে যে কোনও হেয়ার কালার মানিয়ে যায়। গায়ের রঙ চাপা হলেও লালচে বা তামাটে রঙের হেয়ার কালার ভাল ফোটে। তবে হেয়ার কালার করার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস সকলের জেনে রাখা ভাল। চুলের রঙ লালচে বা তামাটে হলে ত্বকের শেড অনুযায়ী মানানসই হওয়া উচিত। গায়ের রঙ ফ্যাকাশে হলে তামাটে টোনযুক্ত বা স্ট্রবেরি ব্লন্ড হেয়ার কালার খুব ভাল মানায়।

একইভাবে, গায়ের রঙ চাপা হলে চুলের রঙ গাঢ় বা ডার্ক রেড বা ব্রাউন হেয়ার কালার ভাল মানাবে। এছাড়া মাঝারি গায়ের রঙ, তাদের জন্য নীল-বেগুনি কিংবা লাল শেডের যে কোনও রঙ ভাল মানাবে।

পাম্পকিন স্পাইস জিনজার-

কিছুটা নিউক্লিয়ার অরেঞ্জ টোনের জন্য এই হেয়ার কালার আদর্শ। যদি ওয়ার্ম আন্ডারটোন ত্বক হয় তাহলে এই হেয়ার কালার আপনার জন্য পারফেক্ট।

সিনামন ব্রাউন-

চুলের রঙ গাঢ় লাল করতে যদি সংশয় হয় তাহলে সিনামন ব্রাউন শেড পছন্দ করতে পারেন। রিচ ব্রাউন টোনের সঙ্গে সিনামন যে কোনও স্কিনের জন্যই মানানসই।

ফায়ার ইঞ্জিন রেড-

ফেয়ারি রেড কালার এই মুহূর্তে দারুণ ট্রেন্ড। চুলের উজ্জ্বলতার সঙ্গেদুটি ভাগে ভাগ করে কালার ব্লক করা হয়। একটি সেকশনে জেট ব্ল্যাক ও অন্যদিকে ব্রাইট রেড।

অ্য়াম্বর গ্লো-

কপার ও ওয়ার্ম ডার্ক ব্রাউন রঙের মিশ্রনে তৈরি হয় এই অ্যাম্বর ব্রাউন। সকলের মাঝে নজর কাড়ার জন্য এই হেয়ার কালার আপনার জন্য আদর্শ হতে পারে। যে কোনও ঋতুতেই এই ধরনের হেয়ার কালার দারুণ ট্রেন্ডিও বটে।

আরও পড়ুন: Beauty Tips for Brides: বিয়ের তারিখ এগিয়ে আসছে! কম সময়ের মধ্যে নিজের যত্ন নেবেন কীভাবে?