Kareena Kapoor Khan: টক দই ও কাঠবাদামের তেল দিয়ে কী করেন করিনা?
করিনার সুন্দর ত্বক ও জেল্লার রহস্য জানতে চান অনেকেই। তবে তিনি বিশ্বাস করেন, ত্বকের বাহ্যিক রূপের চেয়ে ভিতরের যত্ন অনেক বেশি জরুরি।
ইন্ডাস্ট্রিতে দু’দশক কাটিয়ে দিয়েছেন করিনা কাপুর খান। তাঁর রূপে-গুণে মোহিত ভক্তরা। দুই সন্তানের জননী করিনা। তাঁর সুন্দর ত্বক ও জেল্লার রহস্য জানতে চান অনেকেই। তবে করিনা বিশ্বাস করেন, ত্বকের বাহ্যিক রূপের চেয়ে ভিতরের যত্ন অনেক বেশি জরুরি। পরিবার সূত্রে সুন্দর ত্বকের অধিকারী করিনা কীভাবে নিজের যত্ন নেন দেখুন –
১. জল ও নারকেল
জলই জীবন। সুন্দর ত্বক ও সুস্থ থাকার জন্য জল পান করার পরামর্শ দেন অনেকে। করিনাও সেই পরামর্শই দিতে চান। শরীরের টক্সিন দূর করে জল। ত্বকের রুক্ষতা দূর করে। কিন্তু অনেকেই কাজের চাপে পরিমিত জল পান করতে পারেন না। তাই করিনা মনে করেন, যাঁরা পরিমিত জল পানের সুযোগ পান না, তাঁরা পান করতে পারেন নারকেলের জল। শরীরে জলের অভাব মেটায় কোকোনাট ওয়াটার। তাতে রয়েছে প্রচুর ভিটামিন ও মিনারেল। কোলাজেন তৈরিতে সহায়ক।
২. ত্বকের ম্যাসাজে মধুর কামাল
খুব বেশি মেকআপ ব্যবহার করেন না করিনা। রূপচর্চায় বিশ্বাস রেখেছেন মধুর উপর। নিয়মিত মধু দিয়ে ত্বকে ম্যাসাজ করেন তিনি। কেমিক্যাল ট্রিটমেন্ট কিংবা ফেশিয়াল ট্রিটমেন্ট করার একেবারেই পক্ষপাতি নন বেবো। মধুতে রয়েছে অ্যান্টি-ব্যাক্টেরিয়াল গুণ। রয়েছে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্টস।
৩. টকদই ও কাঠবাদামের তেল
মা ববিতার থেকে রূপচর্চার টোটকা শিখেছেন করিনা। ববিতা রূপচর্চায় রাখেন টক দই ও কাঠবাদামের তেল। করিনা ছোট থেকেই ত্বকে মাখেন এই দুটি প্রাকৃতিক উপাদান। বলেন, “আমি এক চামচ টক দই ও এক চামচ আমন্ড তেল নিই। ভাল করে মিশিয়ে ত্বকে মাখিয়ে রাখি।” এই টোটকাতেই করিনার ত্বকের স্বাভাবিক জেল্লা বজায় থাকে। আমন্ডে রয়েছে প্রচুর ভিটামিন-ই। সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে আমন্ড তেল। ত্বকের স্বাভাবিক জেল্লা ধরে রাখে। ত্বকে ও চুলে নিয়মিত আমন্ড অয়েল মাখেন করিনা।
আরও পড়ুন: থাইরয়েডের কারণে হারিয়েছেন ত্বকের জেল্লা, কী করে ফিরে পাবেন দেখুন
আরও পড়ুন: সাবান নয়, রোজ টক দই মেখে স্নান করেন প্রিয়াঙ্কা চোপড়া