Skin Care Tips: শুধু স্বাদে নয়, ত্বকের পরিচর্যাতেও দুধের সর দারুণ ভাল উপকরণ

ত্বকের রুক্ষ-শুষ্ক ভাব দূর করে আর্দ্রতা ফেরায় দুধের সর। ত্বক থাকে খুবই নরম এবং মোলায়েম। সেই সঙ্গে দূর হয় কালচে দাগ-ছোপ।

Skin Care Tips: শুধু স্বাদে নয়, ত্বকের পরিচর্যাতেও দুধের সর দারুণ ভাল উপকরণ
ত্বকের যত্ন নিন দুধের সর মেখে।

| Edited By: Sohini chakrabarty

Jul 03, 2021 | 9:14 PM

দুধের সর, খেতে যেমন ভাল, তেমনই এর রয়েছে অনেক গুণ। বিশেষ করে ত্বকের পরিচর্যায় দারুণ ভাবে কাজ লাগে দুধের সর বা মালাই। ত্বকের জেল্লা ফেরানোর পাশাপাশি, রুক্ষ-শুষ্ক ভাব দূর করতেও কাজে লাগে দুধের সর। এমনকি খুব ভাল ক্লেনজার হিসেবেও কাজ করে এই দুধের সর। ত্বকের পরিচর্যায় দুধের সর ব্যবহার করলে ঠিক কী কী উপকার পাওয়া সম্ভব দেখে নেওয়া যাক।

ত্বক আর্দ্র রাখে- দুধের সর ত্বকের রুক্ষ, শুষ্ক ভাব দূর করে আর্দ্রতা ফেরায়। অর্থাৎ ত্বক খুবই নরম এবং মোলায়েম থাকে। ন্যাচরাল ময়শ্চারাইজার হিসেবে কাজ করে দুধের সর বা মালাই। শুধু যে ত্বকের রুক্ষ, শুষ্ক ভাব দূর করে ত্বক নরম করে তা কিন্তু নয়। দুধের সর দিয়ে মুখে ম্যাসাজ করলে স্কিনের গঠনও ঠিক থাকে।

ত্বকের জেল্লা ফেরায়- দুধের সর দিয়ে মুখে স্ক্রাব করলে, মরা কোষ বা ডেড সেল ঝরে যায়। এর ফলে ত্বকের জেল্লা ফিরে আসে। এছাড়াও ত্বকের মধ্যে জমে থাকা ময়লাও বের করে দেয় এই দুধের সর। এর ফলেও ত্বকের জৌলুস ফিরে আসে। তাই রোজ মুখে ফেসপ্যাক বা স্ক্রাব ব্যবহার করলে এবং তা যদি বাড়িতে বানানো হয়, তাহলে সেই প্যাকের মধ্যে দুধের সর মিশিয়ে নিন।

ত্বকের বিভিন্ন দাগ-ছোপ দূর করে- অনেকসময় দেখা যায় মুখে ট্যান পড়ে ত্বকে কালচে দাগ বা ছোপ পড়ে গিয়েছে। ডার্ক সার্কেল কিংবা ব্ল্যাকহেডসের সমস্যা তো আজকাল প্রায় সকলেরই দেখা যায়। এইসব সমস্যার সমাধান হল দুধের সর। অর্থাৎ মুখে দুধের সর মাখলে, ম্যাসাজ বা স্ক্রাব করলে ত্বকের এই সমস্ত কালচে দাগ-ছোপ দূর হয়ে যায়।

অসময়ে বলিরেখা রুখতে সাহায্য করে- অ্যান্টি এজিং বা বলিরেখা রুখতে বাজারচলতি ক্রিমের পরিবর্তে মুখে দুধের সর লাগান। অনেক বেশি উপকার পাবেন। শুধু দুধের সর মাখতে পারেন। কিংবা এর সঙ্গে মিশিয়ে নিতে পারেন অন্য কোনও উপকরণ। যেমন- মধু, হলুদ কিংবা লেবুর রস মিশিয়ে দুধের সর মুখে মাখলে অনেক উপকার পাওয়া যায়।

ব্রনর সমস্যাও দূর করে- অনেকসময় ত্বকে ব্রনর হওয়ার কারণে দাগ-ছোপ পড়ে যায়। দুধের সর এইসব দাগ তুলতেও সাহায্য করে। এর পাশাপাশি ত্বকে ব্রন হওয়ার সমস্যাও কমিয়ে দেয়।