Hair Care: চুল বাড়ছে না? চিন্তা নেই কাজে লাগান এই ঘরোয়া উপায়, ফল পাবেন কয়েকদিনেই
Homemade Hair Packs: ক্যাস্টর অয়েলে প্রচুর পরিমাণে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, যা মাথার ত্বকের চিকিৎসায় উপকারী। মাইক্রোওয়েভে 10 সেকেন্ডের জন্য গরম করুন এবং আঙুলের সাহায্যে চুলের গোড়ায় লাগান।

লম্বা চুল কমবেশি সবাই পছন্দ করেন। কারও-কারও এই লম্বা চুলের স্বপ্ন সত্যি হয়, কারও হয় না। আর চুল শুধু লম্বা হওয়াই যথেষ্ট নয়, হতে হবে সুস্থ। আসলে চুলের সঠিক পরিচর্যা না হলে বা পুষ্টি উপাদানের অভাব হলে তার বৃদ্ধিও কমতে থাকে। এই পরিস্থিতিতে, রূপচর্চার পাশাপাশি সমান প্রয়োজন ডায়েটে নজর দেওয়া।তাহলেই চুল দ্রুত লম্বা, ঘন এবং মজবুত হতে পারে। সেই সঙ্গে করতে হবে সঠিক ষত্নও। আর চুলের যত্ন করতে সবসময় যে শুধু নামিদামী বাজার চলতি পন্য ব্যবহার করতে হবে এমনটাই নয়, চাইলে বাড়িতেই ঘরোয়া উপায়ে চুলের যত্ন নিতে পারেন। তার জন্য কী করতে হবে জানুন…
নারকেল তেল , ডিম, লেবু, দই-
একটি পাত্রে এক চামচ নারকেল তেল নিয়ে তাতে একটি লেবুর রস, আধা কাপ দই এবং একটি আস্ত ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নিন। যতক্ষণ না এর মিশ্রণটি মসৃণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটিকে ভাল করে ফেটাতে থাকুন। এবার আঙ্গুলের সাহায্যে চুলের গোড়ায় লাগান। সম্পূর্ণরূপে প্রয়োগ করা হলে তোয়ালে গরম জলে ডুবিয়ে চুলে বাষ্প দিন এবং চুলে ভালভাবে মুড়িয়ে ১৫ মিনিট রাখুন। এর পর হালকা গরম জলে শ্যাম্পু করে ফেলুন।
ক্যাস্টর অয়েল হেয়ার মাস্ক:
ক্যাস্টর অয়েলে প্রচুর পরিমাণে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, যা মাথার ত্বকের চিকিৎসায় উপকারী। মাইক্রোওয়েভে 10 সেকেন্ডের জন্য গরম করুন এবং আঙুলের সাহায্যে চুলের গোড়ায় লাগান। একটি গরম তোয়ালে দিয়ে চুল মুড়িয়ে ১৫ মিনিট পর চুল ধুয়ে ফেলুন।
দারুচিনি এবং নারকেল তেল:
যদি আপনার চুল পাতলা হয়ে থাকে এবং বৃদ্ধিও কমে যায়, তাহলে আপনি এই সহজ পদ্ধতিটি ব্যবহার করে দেখতে পারেন। এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা স্ক্যাল্পে রক্ত প্রবাহ বাড়াতে সাহায্য করে। এক চামচ নারকেল তেল নিন এবং এতে এক চামচ দারুচিনি দিন। এবার এটি চুলের গোড়ায় লাগিয়ে ম্যাসাজ করুন। আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন। কয়েকদিনের মধ্যেই চুলের বৃদ্ধি দেখতে পাবেন।
