AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Feet Detan Tips: মুখের মতো পা-কেও চকচকে করুন হাতে গোনা ক’টি নিয়ম মেনে

Detan Tips: আজকাল বাজার চলতি অনেক স্ক্রাব পাওয়া যায়। তা দিয়ে সপ্তাহে ২-৩ বার পা স্ক্রাব করে নিন। এতে ত্বকের মৃত কোষ অপসারিত হবে এবং চামড়ায় জেল্লা আসবে। এছাড়াও ভরসা রাখতে পারেন কফির উপর।

Feet Detan Tips: মুখের মতো পা-কেও চকচকে করুন হাতে গোনা ক'টি নিয়ম মেনে
পায়ের যত্ন
| Edited By: | Updated on: Jul 15, 2023 | 3:34 PM
Share

রূপচর্চার কথা মহিলাদের সেভাবে বলতে হয় না। রূপচর্চায় তাঁদের সুনামই রয়েছে। নিয়মিত নানা ভাবে ত্বকের যত্ন নেন তাঁরা। রকমারি প্রসাধনী খুঁজে পাওয়া যায় তাঁদের ঝুলিতে। এছাড়া মাঝে মধ্যে পার্লারেও ঢুঁ মারেন।

তবে বেশিরভাগ ক্ষেত্রেই মুখ ও চুলের যত্ন বেশি নেওয়া হয়। পা-হাতের প্রতি অবহেলাই করা হয়। ফলে ধীরে-ধীরে বেহাল দশা হতে থাকে হাত ও পায়ের। মুখে যেমন ট্য়ান পরে তেমনই পায়ে হাতেও মারাত্মক ট্যানের সমস্যা হয়। শুধু তাই-ই নয়, সানবার্নের সমস্যাও হতে পারে।

পা-হাতের যত্ন ঠিক সময়ে না নেওয়ার ফলে একেবারে বারোটা বাজলে তখন ছুটতে হয় পার্লারে। সেখানেও এক গাদা টাকা খসে। অনেকেই হয়তো জানেন না দৈনিক একটু-একটু করে যত্ন নিলেই চকচক করে পা-হাত। জানুন কীভাবে যত্ন নেবেন পায়ের…

স্ক্রাব করুন: আজকাল বাজার চলতি অনেক স্ক্রাব পাওয়া যায়। তা দিয়ে সপ্তাহে ২-৩ বার পা স্ক্রাব করে নিন। এতে ত্বকের মৃত কোষ অপসারিত হবে এবং চামড়ায় জেল্লা আসবে। এছাড়াও ভরসা রাখতে পারেন কফির উপর। কারণ স্ক্রাব হিসেবে কফির জুড়ি নেই। কফির সঙ্গে সামান্য জল মিশিয়ে পায়ে স্ক্রাব করে নিলেই কাজ শেষ।

পাথর দিয়ে ঘসুন: পা পরিষ্কার করার জন্য এক ধরনের পাথর পাওয়া যায়। এগুলি দিয়ে পা ঘসলে দারুণ পরিষ্কার হয়। স্নানের সময় নিয়মিত এই পাথর দিয়ে পা ঘসে নিলেই আর ময়লা জমবে না।

লেবুর রস ব্যবহার করুন: ত্বকের দাগছোপ তুলতে লেবুর রসের জুড়ি নেই। এই লেবুর রসের সঙ্গে চিনির দানা মিশিয়ে স্ক্রাবের মতো করে ব্যবহার করে দেখুন। বিফলে যাবে না শ্রম।

সানস্ক্রিন ব্যবহার করুন: অনেকেই হয়তো জানলে অবাক হবেন, কিন্তু হাতে-পায়েও সানস্ক্রিন ব্যবহার করা প্রয়োজন। এতে ট্যানের সমস্যা হয় না।