AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Skin Care: কাজের চাপে ময়েশ্চারাইজার লাগাতে ভুলে যান? জানুন কী ক্ষতি করছেন ত্বকের

Moisturizer For Skin: মুলতানি মাটি এবং ক্রিম দুটোই ত্বকের জন্য খুবই উপকারী। যে কোনও ফেসপ্যাক ব্যবহার করার আগে আমাদের অবশ্যই প্যাচ টেস্ট করা উচিত বা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। অনেক সময় কিছু জিনিস ত্বকে অ্যালার্জির সৃষ্টি করতে পারে, তাই এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকে হবে।

Skin Care: কাজের চাপে ময়েশ্চারাইজার লাগাতে ভুলে যান? জানুন কী ক্ষতি করছেন ত্বকের
ময়েশ্চারাইজার
| Edited By: | Updated on: Sep 23, 2023 | 4:59 PM
Share

উজ্জ্বল সুন্দর ত্বক পেতে চান? তবে এমনি-এমনি তো তা হবে না মশাই। তার জন্য আপনাকেও তো কিছু কসরত করতে হবে। তবে কসরত বলতে দিনরাত রূপচর্চা করা নয়, সাধারণ কিছু করেও ত্বকের যত্ন নিতেই পারেন। রোজ নিয়ম করে ময়েশ্চারাইজার ব্যবহার করলেই হবে। কাজের চাপে অনেকসময়ই নিয়ম করে ক্রিম ব্যবহার হয়ে ওঠে না, আর এতেই ক্ষতি হয় ত্বকের। ত্বকের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ ময়েশ্চারাইজার। জানুন ত্বকের জন্য এর উপকারিতা…

ক্রিম ত্বককে নরম করে। এর পাশাপাশি ত্বকে ব্রণ বা পিম্পলের সমস্যা থেকে মুক্তি দেয়। শুধু তাই-ই নয়, ত্বককে মসৃণ ও আর্দ্র রাখতেও সাহায্য করে। শুষ্কতার সমস্যা থেকে মুক্তি দেয়।

মুখে ক্রিম লাগানোর উপকারিতা:

মুখে ক্রিম লাগানোর অনেক উপকারিতা রয়েছে। এটি ত্বকের জন্য খুবই কার্যকরী। ত্বক নমনীয় করতে ক্রিম ভীষণই সহায়ক। ক্রিমে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায় এবং এই ভিটামিন শুধুমাত্র ত্বককে কোমল করে না বরং সুন্দর করে তোলে।

উজ্জ্বল ত্বক পেতে:

উজ্জ্বল ত্বক পেতে প্রথমে একটি পাত্রে দুই চামচ ক্রিম এবং সমান চামচ মুলতানি মাটি মিশিয়ে নিন। এবার ক্রিম ও মুলতানি মাটি ভালো করে মিশিয়ে নিন। এবার এই পেস্টটি ব্রাশের সাহায্যে মুখে লাগান। এটি ফেসপ্যাক হিসেবেও ব্যবহার করা যেতে পারে।

মুখে লাগানোর প্রায় ২০ মিনিট পর জল ও তুলার সাহায্যে পরিষ্কার করে ফেলুন। এই ফেসপ্যাক সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করা যেতে পারে। এটি আপনার ত্বকে উজ্জ্বল আভা দেবে।

মুলতানি মাটি এবং ক্রিম দুটোই ত্বকের জন্য খুবই উপকারী। যে কোনও ফেসপ্যাক ব্যবহার করার আগে আমাদের অবশ্যই প্যাচ টেস্ট করা উচিত বা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। অনেক সময় কিছু জিনিস ত্বকে অ্যালার্জির সৃষ্টি করতে পারে। তাই যেকোনো ফেসপ্যাক ব্যবহারের আগে প্যাচ টেস্টের বিষয়টি মাথায় রাখুন।