বলিউড সিনেমায় অভিনেত্রী তথা অন্যতম সুন্দরী দীপিকা পাড়ুকোণের উজ্জ্বল উপস্থিতি রয়েছে । হিন্দি সিনেমা জগতে এই সুন্দরী ডিভার ত্বকের রহস্য নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই।তবে লকডাউন শুরু হতকেই ত্বকের পরিচর্চা নিয়ে বিভিন্ন সময়ে ভিডিয়ো প্রকাশ করেছিলেন খোদ দীপিকা।
ফটোশ্য়ুট বা সিনেমার পর্দায় দীপিকার মেকআপ লুক সাধারণভাবে সিম্পলই থাকে। মেকআপ ছাড়াও দীপিকার ত্বক থাকে মসৃণ ও উজ্জ্বল। নিশ্চিদ্র ও নিখুঁত ত্বকের জন্য দীপিকা কী ব্যবহার করেন জানেন?একটি জনপ্রিয় ফ্যাশন ম্যাগাজিনে সাক্ষাতকারের সময় দীপিকা জানিয়েছিলেনন মসৃণ ও দাগবিহীন ত্বকের জন্য ক্লে মাস্ক ব্যবহার করেন। মাত্র ১০ মিনিটের মধ্যেই ত্বককে তাজা, স্বাস্থ্যকর ও হাইড্রেট করতে সক্ষম হয়।
ক্লে মাস্ক কী?
নামটি দেখেই বোঝা যাচ্ছে যে একটি মাটির উপাদান তৈরি একপ্রকার উপকারী মাস্ক। কয়লিন বা বেন্টোনাইট ও আরও অনেক ধরনের মাটির বিভিন্ন ধরন দিয়ে তৈরি ফেস মাস্ক। বহু শতাব্দী ধরেই সৌন্দর্য পরিচর্চার জন্য ক্লে মাস্ক ব্যবহার হয়ে আসছে। অতিরিক্ত তৈলাক্ত ত্বক, শুষ্ক ত্বকের জন্য প্রাকৃতিক ময়শ্চারাইজড করা, ও ব্রণ ও রিঙ্কেলসের মতো সমস্যাগুলিও প্রতিরোধ করতে সহায়তা করে।
বাড়িতেই বানিয়ে ফেলুন দীপিকার মতো বেন্টোনাইট ক্লে মাস্ক
কী কী লাগবে
১ টেবিলস্পুন বেন্টোনাইট ক্লে, ২ টেবিলস্পুন জল, ১ টেবিলস্পুন গ্রাউন্ড ওট, ও ৪ ড্রপস টি ট্রি এসেন্সিয়াল তেল
কীভাবে করবেন
একটি পাত্রের মধ্যে বেন্টোনাইট কলে ও ওটস একসঙ্গে মিশিয়ে নিন। তাতে সামান্য পরিমাণ জল গিয়ে একটি মিক্সচার তৈরি করুন। এবার তাতে ৪ ড্রপসটি ট্রি এসেন্সিয়াল অয়েল দিয়ে ব্লেন্ড করে একটি ক্লে ফেস মাস্ক তৈরি করুন। মুখে ও গলায় ১৫ মিনিট রেখে স্বাভাবিক জল দিয়ে ধুয়ে ফেলুন।
মুলতানি মিট্টি ফেস মাস্ক
কী কী লাগবে– ২ টেবিলস্পুন মুলতানি মিট্টি বা মাটি, ২ টেবিলস্পুন জল, ১ চা চামচ চন্দনের পাউডার, ১ চা চামচ হলুদ
কীভাবে করবেন
একটি বোলের মধ্যে মুলতানি মাটি ও চন্দনের পাউডার ও হলুদ একসঙ্গে মিশিয়ে নিন। তাতে জল দিয়ে ভাল করে মিশ্রণ তৈরি করুন। এবার এই ফেস প্য়াকটি মুখের মধ্যে ব্যবহার করে ২০ মিনিট রাখুন। হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।