Skin Care Tips For Men: ক্লিন শেভ করা পুরুষরা কীভাবে ত্বকের যত্ন নেবেন?

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Jul 05, 2021 | 2:31 PM

যেসব পুরুষরা ক্লিক শেভ করেন, তাঁদের ক্ষেত্রে নিয়মিত ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন। এক্ষেত্রে মূলত পাঁচটি বিষয়ে নজর রাখতে হয়।

Skin Care Tips For Men: ক্লিন শেভ করা পুরুষরা কীভাবে ত্বকের যত্ন নেবেন?
নজর থাকুক গুরুত্বপূর্ণ পাঁচটি বিষয়ে।

Follow Us

ত্বকের যত্ন কেবল মহিলাদের নয়, পুরুষদের ক্ষেত্রেও সমান প্রয়োজনীয়। আজকাল অবশ্য দাড়ি-গোঁফ রাখাই ফ্যাশন। কিন্তু যাঁরা ক্লিন শেভ থাকতে পছন্দ করেন, কিংবা অফিসের কারণে বা অন্যান্য কোনও কারণে দাড়ি রাখতে পারেন না, তাঁদের কিন্তু নিয়মিত ভাবে ত্বকের পরিচর্যা করা প্রয়োজন। কারণ দাড়ি-গোঁফে মুখের অনেকটা অংশ ঢাকা পড়ে গেলেও ক্লিন শেভ অর্থাৎ দাড়ি-গোঁফের লেশমাত্র না থাকলে ত্বকের নানা সমস্যার চিহ্ন ফুটে ওঠে মুখে।

ক্লিন শেভ পুরুষরা কীভাবে ত্বকের পরিচর্যা করবেন?

এক্ষেত্রে পাঁচটি বিষয়ে নজর রাখা প্রয়োজন-

১। দিনে অন্তত দু’বার ফেসওয়াশ কিংবা ক্লেনজার দিয়ে মুখ পরিষ্কার করা অত্যন্ত প্রয়োজনীয়। এর ফলে মুখের মধ্যে জমে থাকা ময়লা, তেল, নোংরা দূর হয়। তার কারণে মুখের পোরসগুলো সঠিক ভাবে খুলে যায় ও ত্বকের মধ্যে ভালভাবে রক্ত সঞ্চালন হয়।

২। স্কিন এক্সফোলিয়েশন অর্থাৎ মরা কোষ তুলে ফেলা অত্যন্ত প্রয়োজন। নাহলে ত্বকের জেল্লা ফিরবে না। এক্সফোলিয়েশনের জন্য ভিটামিন সি যুক্ত উপকরণ যেমন কমলালেবুর খোসা কিংবা পাতিলেবুর রস ব্যবহার করা যেতে পারে।

৩। ত্বকে স্ক্রাবিং করা দরকার। কারণ মরা কোষ তুলতে, বিভিন্ন কালচে দাগ-ছোপ কমাতে এবং সর্বোপরি ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে প্রয়োজন হয় এই স্ক্রাবের। তবে স্ক্রাব করার সময় কখনই গায়ের জোরে ত্বকের উপর ঘষতে নেই। এর ফলে হিতে বিপরীত হয়।

৪। যেহেতু কর্মসূত্রে বা অন্যান্য অনেক কাজেই পুরুষদের বাইরে বেরোতে হয়, তাই সূর্যের আলোর সংযোগে আসেন তাঁরা। এর থেকে শুরু হয় ট্যানের সমস্যা। আর এই ট্যান তোলার জন্য বিভিন্ন পদ্ধতির সাহায্য নিতে হয়। সবচেয়ে বেশি প্রয়োজন, বাইরে বেরনোর আগে সঠিক এসপিএফ- এর সানস্ক্রিন মেখে বেরোনো।

৫। ত্বক আর্দ্র রাখা প্রয়োজন। বিশেষ করে শেভিংয়ের পর ত্বক ভীষণ ভাবে রুক্ষ এবং শুষ্ক হয়ে যায়। তাই নিয়মিত ক্রিম বা ময়শ্চারাইজার লাগানো ক্লিন শেভ করা পুরুষদের ত্বকের পরিচর্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ।

আরও পড়ুন- Skin Care Tips: গলা এবং ঘাড়ে কালচে দাগ-ছোপ, দূর করুন এই পাঁচটি ঘরোয়া উপায়ে

Next Article