AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Coffee Face Pack: উজ্জ্বল সুন্দর ত্বক পান কফির ফেস প্যাকের গুণে, ঝটপট জেনে নিন কীভাবে বানাবেন

Homemade Coffee Pack: কফিতে রয়েছে ভরপুর অ্যান্টি অক্সিডেন্ট যা, ত্বকের জন্য ভীষণই উপকারি। ত্বকের মৃতকোষ অপসারণ থেকে. জেদি ট্যান তুলতে সাহায্য করে এই কফি। শুধু তাই-ই নয়, ত্বক এক্সফ্লয়েট করতে ও ব্রণর দাগ মিটিয়ে ত্বকের জেল্লা ফেরাতেও সাহায্য করে কফি।

Coffee Face Pack: উজ্জ্বল সুন্দর ত্বক পান কফির ফেস প্যাকের গুণে, ঝটপট জেনে নিন কীভাবে বানাবেন
কফি ফেস প্যাক
| Edited By: | Updated on: Jun 24, 2023 | 1:00 PM
Share

সারাদিনের ক্নান্তি মেটাতে এক কাপ গরম কফির (Coffee) বিকল্প নেই। কাজের ফাঁকে ঘুম কাটানোর ওষুধ হিসেবেও ওর জুড়ি মেলা ভার। তবে শুধু শরীরের এনার্জি মেটানোর জন্যই নয়, কফির কিন্তু আরও গুণাগুণ রয়েছে।

কফিতে রয়েছে ভরপুর অ্যান্টি অক্সিডেন্ট যা, ত্বকের জন্য ভীষণই উপকারি। ত্বকের মৃতকোষ অপসারণ থেকে. জেদি ট্যান তুলতে সাহায্য করে এই কফি। শুধু তাই-ই নয়, ত্বক এক্সফ্লয়েট করতে ও ব্রণর দাগ মিটিয়ে ত্বকের জেল্লা ফেরাতেও সাহায্য করে কফি। আসুন জেনে নেওয়া যাক কীভাবে কফি দিয়ে ফেস প্য়াক বানিয়ে ব্যবহার করলে উপকার পাবেন…

কফি, চিনি ও নারকেল তেলের প্যাক: এক চামচ কফি পাউডারের সঙ্গে সামান্য জল, অর্ধেক চামচ ব্রাউন সুগার ও এক চামচ নারকেল তেল মেশান। মিশ্রণটি ভাল করে গুলে নিন। এবার এটি আলতো হাতে মালিশ করে নিন। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

কফি ও অলিভ অয়েল প্যাক: ত্বকের জন্য অলিভ অয়েল ভীষণই উপকারি। এক চামক কফি ও অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে নিয়ে ত্বকে লাগান। সপ্তাহে একদিন এটি ব্যবহার করে দেখুন। ফল পাবেন।

কফি ও অ্যালোভেরা প্যাক: বাড়ির উঠোনে গজানো অ্যালোভেরাকে ত্বকের বন্ধু বলা চলে। কফির সঙ্গে মেশানে এক গুণাগুণ আরও দ্বিগুণ হয়ে যায়। এক চামচ কফি ও এক চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে মাখুন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

কফি ও মধু ফেস প্যাক: কফি ও মধু একসঙ্গে মিশিয়ে মাখলে, দূর হবে ট্যানের সমস্যা। কিছুই না, এক চামচ কফি ও মধু মিশিয়ে স্ক্রাব করে নিন। সপ্তাহে ২ বার এমনটা করলেই দূর হবে ট্যান।

কফি ও দুধের ফেস প্যাক: এক চামচ কফির সঙ্গে ৩ চামচ দুধ মিশিয়ে নিন। এবার তা পুরো মুখে লাগিয়ে নিন। উপকার পাবেন।

Ghorer Bioscope