কাজের ফাঁকে সময় পেলেই ত্বকের পরিচর্চার কথা ভাবেন। কিন্তু পার্লারে যাওয়ার সময় কোথায়? এখন বাড়িতেই পার্লারের মতো মাসাজ, স্ক্রাবিং শুরু করতে পারেন। তবে পার্লারের মতো কৌশল কীভাবে জানবেন? ঘরে বসে ফেসিয়াল টিউটোরিয়াল করার নানা কৌশল যদি জানতে চান, তাহলে নজর রাখুন এখানে…
১- যে কোনও স্কিন কেয়ার রুটিনের প্রথম ধাপ হল পরিস্কার করা। ত্বকের উপর ম.লা, ঘাম ও মৃতকোষ, তৈলাক্ততা ক্লিনজারের মাধ্যমে তা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে।
২- এবার এক্সফলিয়েট করার সময়। তাই ফেসিয়াল কিটে স্ক্রাব নিশ্চয় থাকা উচিত। যদি ভাল ফল পেতে চান, তাহলে কেমিক্যাল এক্সফোলিয়েটর ব্যবহার করতে পারেন। এতে ত্বক কোমল ও নমনীয় হয়ে ওঠে।
৩- পরবর্তী ধাপ হল, একি স্টিমার নিন। তাতে ত্বকের ছিদ্রগুলির মুখ খুলে যায় ও মুখ আরও পরিস্কার হয়ে উজ্জ্বল হয়ে ওঠে।
৪- এবার একটি এক্সট্রাক্টর টুল নিয়ে নাকের পাশে, কপালের ত্বক থেকে সাদা ও ব্ল্যাকহেডস অপসারণ করুন।
৫- এখন মাস্ক ছাড়া বাইরে বের হওয়ার জো নেই। একটি পাতলা কাপড়. ক্রিম বা জেল মাস্ক নিয়ে ১০-১৫ মিনিটের জন্য সারা মুখে লাগিয়ে অপেক্ষা করুন। এরপর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।
৬- একটি মাসাজ ক্রিম নিয়ে মুখের ত্বকে আলতো করে মাসাজ করুন। বৃত্তাকার পদ্ধতিতে ও মাঝারি চাপ প্রয়োগ করে মাসা করুন।
৭- এরপর একটি ফেসপ্যাক ব্যবহার করুন।
অতিরিক্ত টিপস
-বাড়িতে নিজে নিজে ফেসিয়াল ওয়াক্সিং করবেন না, কারণ এতে আপনার ত্বক পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়
– মুখের জন্য পরিস্কার হাত ও সরঞ্জাম ব্যবহার করুন।
– মুখ পরিস্কার করার জন্য প্রত্যেক ধাপেই পরিস্কার জল ব্যবহার করুন
– একটি শুকনো তোয়ালে সবসময় কাছে রাখার চেষ্টা করুন।